Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা    :   তবুও হ্যাংলামিকলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ০৯ , ০৬ , ২০২১
এ' কেমন হ্যাংলা , লোক দেখলেই চিল্লাতে হবে ?ভদ্রতা যদি না শিখলি আজো--শিখবি আর কবে ?জল পাসনি--খেতে পাসনি--মুখে বলতে আছে নাকি ?কী কর…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা    :   তবুও হ্যাংলামি

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ০৯ , ০৬ , ২০২১


এ' কেমন হ্যাংলা , লোক দেখলেই চিল্লাতে হবে ?

ভদ্রতা যদি না শিখলি আজো--শিখবি আর কবে ?

জল পাসনি--খেতে পাসনি--মুখে বলতে আছে নাকি ?

কী করবি , সুখ যে তোদের খাচ্ছে--একলাই সুখপাখি ।


তোদের কথা ভেবে পাখি সততই চঞ্চল ,

পাখির বেতন গুণতে  যায় একসমুদ্র জল ;

বেতন-অতিরিক্ত যা যা আসে পথে-বিপথে ,

বাকি যা পায় তা' দিয়ে--দিন চলে কোনমতে ।


পাখি এমনই অভাবী ও ভীষণই দেশপ্রেমিক ,

দেশপ্রেমিক-ভাতা তোরা আমরা বইছি দৈনিক ;

বসতে দিবি--খেতে দিবি--পাখি ভোট চাইতে এলে ,

দাম বাড়ে খুব পাখির--আটক থাকলে জেলে ।


চাইছিস যে , যোগাবে কে ? ভাঁড়ার খুব ফাঁকা ,

পাখির রক্ষী পুষতে জানিস যাচ্ছে কত টাকা ?

এরপরেও গাড়ি আছে--গাড়ি ছাড়া আরও আছে ,

কত যায় জানিস বিনিপয়সার চিকিৎসাতে ?


পাখির প্রাণের দাম যে কত তোরা বুঝবি কি ,

লাভ কী বা বুঝে ? ভোট এলে শুধু ভোট দিবি ;

তোদের জন্যে পাখির চোখে সাতসমুদ্র পানি ,

সাগরজলে যে এত ভাসালো--তবুও হ্যাংলামি ?


জলেতে বাস করলি এখনও কুমির চিনলি না ,

এতদিন ধরে জোঁক পুষছিস জোঁক কী বুঝলি না ;

বলছি তবে শোন--অমন হ্যাংলামো সব থামা ,

খাটো ওরা কানে--শুনতে পায় না তোদের কান্না ।


কান্না তোদের পৌঁছায় না--বর্ণিত সেই স্বর্গে ,

মরার জন্যেই জন্মেছিস হবেই তো মরতে ;

লবণজলে বাসা যখন ভাসবিও লবণজলে ,

বাঁচতেও হবে জল ঠেলে কণ্ঠে নিয়ে হলাহলে ।


লড়ার জন্যে আছিস তোরা লড়াইটা কী দ্যাখা ,

দুখের দুখী অনেক আছে তোরা নয় একা ;

নিজের 'পরে ভরসা রাখ নিজের বলই ভরসা ,

এইটুকু হারালে যেকেউ দেখবে জীবন ফরসা ।

-----------------------------------------------------------------