সৃষ্টি সাহিত্য যাপন
বিষয়:কবিতা
শুদ্ধতা / অলক্তিকা চক্রবর্তী
ভিজে গেছি একথাটা খুব যদি চুপি চুপি বলি/ভাবের ঘরে কি চুরি অযথাই আবেগ কাকলি?/
স্বভাব যাবে কি বলো বদলানো এই দেওয়া নেওয়া/বারংবার প্রশ্ন করে অন্তঃস্থ গঠিত প্রচ্ছায়া
ভগ্ননামে ল…
সৃষ্টি সাহিত্য যাপন
বিষয়:কবিতা
শুদ্ধতা / অলক্তিকা চক্রবর্তী
ভিজে গেছি একথাটা খুব যদি চুপি চুপি বলি/
ভাবের ঘরে কি চুরি অযথাই আবেগ কাকলি?/
স্বভাব যাবে কি বলো বদলানো এই দেওয়া নেওয়া/
বারংবার প্রশ্ন করে অন্তঃস্থ গঠিত প্রচ্ছায়া
ভগ্ননামে লিখে রাখি যৎকিঞ্চিৎ সারাংশের কলি/
সন্ধ্যা নামে গাঢ় হয় পক্ষপাতদুষ্ট কথাগুলি
নিরপেক্ষ তবুও তো শ্রাবনকে ডেকে আনে দেখি/
আনমনা খোঁচাখুঁচি গুছিয়ে তোলে সে বন্ধকী
হয়তো কখনো কোনো সময়ের বাঁকের গভীরতা/
জন্ম নেবে শিরোনাম 'ভালোবাসা' নামে পবিত্রতা...