সৃষ্টি সাহিত্য যাপনকবিতা--হিসেবে গরমিল============সত্যজ্যোতি রুদ্র২৯/০৬/২০২১…………………………………………………………ভরা জোয়ার কালে হঠাৎ তুফান বয়ে গেল,মনে মনে -আনমনে ভাব সবই এলোমেলো।
তুমি ছিলে অট্টালিকায় সুখের পসর গোনেআমি যেতাম কল্পলোকের সুরের জালটি…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা--
হিসেবে গরমিল
============
সত্যজ্যোতি রুদ্র
২৯/০৬/২০২১
…………………………………………………………
ভরা জোয়ার কালে হঠাৎ
তুফান বয়ে গেল,
মনে মনে -আনমনে ভাব
সবই এলোমেলো।
তুমি ছিলে অট্টালিকায়
সুখের পসর গোনে
আমি যেতাম কল্পলোকের
সুরের জালটি বোনে।
মনের মধ্যে ঢেউ খেলে যায়
উথালপাথাল করি,
রাশি রাশি স্বপ্ন- আশার
সুখের বাসর গড়ি।
চিত্রপটে আঁকা তখন
নানান ভয়াল ছবি,
সপ্ত ডিঙার বহর সাজাই
তবুও নীরব কবি।
তুমি চললে উজান গাঙে
অচিনপুরের দেশে,
বিশ বা একুশ বয়স তোমার
ছিলাম ভালোবেসে।
চলার ফাঁকে পথের বাঁকে
উঠলো ঝড়-তুফান,
হিসাবখাতায় গরমিল মেলে ;
অতীত- বর্তমান।