Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম _ হটাৎ করেকলমে _ তৃপ্তি সুধা মণ্ডল তারিখ _28/06/2022
হটাৎ করেঘুম এলো মোর নয়নে।এলো যখন তোমার কথা মনে।বুকের ভিতর কাঁপতে লাগলোজোরে !যেন প্রথম প্রেমের মত !এমনি করে নদীতে বান আসে?কোন কিছু না মানে!এমন স্বপ্ন …

 


সৃষ্টি সাহিত্য যাপন


শিরোনাম _ হটাৎ করে

কলমে _ তৃপ্তি সুধা মণ্ডল 

তারিখ _28/06/2022


হটাৎ করে

ঘুম এলো মোর নয়নে।

এলো যখন তোমার কথা মনে।

বুকের ভিতর কাঁপতে লাগলো

জোরে !

যেন প্রথম প্রেমের মত !

এমনি করে নদীতে বান আসে?

কোন কিছু না মানে!

এমন স্বপ্ন এলো কি করে

চিতে

এখন তো বসন্ত তো নয়

তবে কোকিল কেন ডাকে!

বসন্ত কখন শেষ হয়ে গেছে

মনের অগোচরে।


এখন যে চারিদিকে খরা

রৌদ্রের তাপ ভীষণ লাগে

নেই যে জীবনে শ্রাবনের ধারা।

তাহলে তো বুঝতাম

ওটা ভালোবাসা।


কবে কখন ভালোবেসেছিল

এ বোকা মনটা

ঠকিয়ে ছিল নিপুণ হাতে

গাঁথা মালা ফেলে ছিল জলে।

সেই হতে আজও

আছি একা 

দোসর কাউকে করি না।

কে আবার দেবে ধোঁকা।

আধুনিক চাল চলন বুঝি না

ভেবেছিলাম ভালোবাসার আধুনিক

হয় না ।

বুকের মাঝে যে আবেগ আছে

আছে যে ভালোলাগা

তার কি রং হয় কালো কিংবা সাদা?

ও যে চির সবুজ

যে মানে সে তো অবুঝ

তাই তো এ বোকা মন

আজও কাঁদে

বোঝে না

 এ সমাজের রকম সকম।