Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা: যে চলে গেছে অস্তাচলেকলমে: বিমান বিশ্বাসতারিখ:২৯_০৬_২০২১
সুরঞ্জনা একটু শোনো,ওই দেখো দখিনা সমীরণ বইছে ক্ষুধার্ত তৃষ্ণা বুকে চেপে,দেখো না চেয়ে তুমিভরা কোটালের দাপটে কোণঠাসা মাঝির বৈঠা,দেখো না কতো না আষাঢ় ম…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা: যে চলে গেছে অস্তাচলে

কলমে: বিমান বিশ্বাস

তারিখ:২৯_০৬_২০২১


সুরঞ্জনা একটু শোনো,

ওই দেখো দখিনা সমীরণ বইছে ক্ষুধার্ত তৃষ্ণা বুকে চেপে,

দেখো না চেয়ে তুমি

ভরা কোটালের দাপটে কোণঠাসা মাঝির বৈঠা,

দেখো না কতো না আষাঢ় মেঘের দল 

সকল বাঁধন খুলে পরছে ঝরে

তোমার হৃদয় আঙিনায়।


তোমাকে বলেছিলাম সে কথা

তোমার কি মনে নেই প্রিয়

গাঙচিল  ডেকেছিল একবার আমায়,ডানা মেলে উড়তে উড়তে আমায় বলেছিল 

এসো না আমাদের দলে

তোমাকে নিয়ে যাবো অচিন পুরে ওই সুদূরের ঝর্ণার কোলে।

তারা কতো করে বলেছিল জানো!

আমি যাইনি

কেনো যাবো বলো!

তোমাকে ছেড়ে কি থাকতে পারি আমি?

পারি না,তাই যাইনি।


তোমাকে তো এও বলেছিলাম 

মিঠে কড়া রোদ্দুর তাদের দলে ভেড়াতে চেয়েছিল।তারা বলেছিল তুমি যদি আমার হও আমি তোমাকে বসন্তের পলাশ এনে দেবো। তুমি তোমার প্রিয়তমাকে দিও।


তবুও আমি যাইনি 

তোমাকে হারানোর ভয়ে!

একটা পলাশ আনতে গিয়ে তোমাকে তো হারাতে পারি না বলো?

তুমি আমাকে বলেছিলে আমি তোমারি থাকবো,যাও না গো আমার জন্য নিয়ে এসো একটা পলাশ। আমার খোঁপায় তুমি দেবে। 

তবুও  যাই নি?


তুমি বিশ্বাস করতে বলেছিলে তোমায়?

কিন্তু কই তুমি তো তোমার কথা রাখতে পারলে না।


তুমি চলে গেছো সাগরের উত্তাল ঢেউয়ে ভেসে কোন সে তেপান্তরে রুক্ষ মরুভূমিকে আপন করে।


তুমি জানো আজো তোমাকে খুঁজি চোখের কার্ণিশে,জানলার পাটাতনে,বন বনানীর মর্মর ধ্বনির কলোরবে।


তোমার বোধহয় মনে নেই সুরঞ্জনা !

বাষ্পীয় ইঞ্জিনের নৌকোয় চড়ে গোধূলির সেই সন্ধ্যায় তুমি আর আমি

পদ্মায় ভাসিয়ে ছিলাম আমাদের মনোতরী। উত্তাল ঢেউয়ে তুমি কেমন আনমনা হয়ে ভাবছিলে? আমি জিজ্ঞেস করতে তুমি মুচকি হেসে বলেছিলে এই ভাবে যদি চির দিন ভাসতে পারতাম প্রেমের সাগরে।


কিন্তু!


Copyright © All rights reserved to Biman Biswas