Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #বিভাগ_কবিতা #শিরোনাম_আমার_পাওনা#কলমে_কুমার_সব্যসাচী #তারিখ_২৮_০৬_২০২১ কর্ম করি তা আমার স্বার্থে নয়,সমাজে সততার মৃত্যু যাতে না হয়।মুখ ফুটে অনেক কথা বলা যায়,আশা করা তাতে যদি কিছু পায়।সৎ কাজের দাম লোকে অভিন…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#বিভাগ_কবিতা 

#শিরোনাম_আমার_পাওনা

#কলমে_কুমার_সব্যসাচী 

#তারিখ_২৮_০৬_২০২১ 

কর্ম করি তা আমার স্বার্থে নয়,

সমাজে সততার মৃত্যু যাতে না হয়।

মুখ ফুটে অনেক কথা বলা যায়,

আশা করা তাতে যদি কিছু পায়।

সৎ কাজের দাম লোকে অভিনয়ে দেবে,

বিনিময়ে যোগ্য সম্মানটুকু ছিনিয়ে নেবে।

জন্মেছি আমি কিছু করবার জন্য,

ন্যায্য মূল্য নয়;দামও নয়;বাঁচার অধিকারটুকু পেলে হই ধন্য।

স্বপ্ন অনুযায়ী চাহিদা সামান্য, 

প্রয়োজন আরও কম;তবে স্বল্প ত্রুটিতে হয়ে যাই অকর্মণ্য।

চাই না সেরকম কিছুই,

মাথাকে ক'রে রাখি চিরদিন নিচুই।

তবে বিপদ আসলে নিজেকে সামলাতে পারি,

যদিও বা অচলায়তনের পাঁচিল তুলে রক্ষণশীলতার জারি।

অধিকার সবার আছে কিছু পাওয়ার, 

কিছু দেওয়ার;কিছু বা নেওয়ার। 

চাওয়া পাওয়ার ভেদরেখায় মানুষ সদা ক্রিয়াশীল,

গতি জাড্যের প্রয়োগে সকল জীবই গতিশীল।

আপাত ভাবে বস্তু মাত্রই বালুকণার ন্যায় ক্ষুদ্র, 

সেগুলির অন্তরেই বর্তমান বৃহদাকার ছিদ্র।

আমরা শান্ত বস্তু;হিসাবের প্রতি সচল,

সঠিক কর্মের প্রতি থাকতে চিরকাল অবিচল।