Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম- মহাকবি বঙ্গবন্ধু।কলমে-কবির আহম্মেদ।তাং- ৩০/৬/২০২১
 মুক্তির গগনবিদারী বজ্রধ্বনি বঙ্গবন্ধুর ঠোঁটের মিনারে-  মুজিব ডাকে ঝাঁপিয়ে পড়লো বাঙালি শত্রুর বিহারে। বঙ্গোপ সাগরের ঢেউ আঁছড়ে পড়লো স্বাধীনতার তরে - মুক্…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম- মহাকবি বঙ্গবন্ধু।

কলমে-কবির আহম্মেদ।

তাং- ৩০/৬/২০২১


 মুক্তির গগনবিদারী বজ্রধ্বনি বঙ্গবন্ধুর ঠোঁটের মিনারে-

  মুজিব ডাকে ঝাঁপিয়ে পড়লো বাঙালি শত্রুর বিহারে।

 বঙ্গোপ সাগরের ঢেউ আঁছড়ে পড়লো স্বাধীনতার তরে -

 মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়লো পাক সেনাদের কুঠিরে।


     আদর্শ চেতনার উজ্জ্বল সূর্য শেখ মুজিবুর রহমান -

   রম্য রচনা কাব্য কবিতায় চিরকাল থাকবে বহমান।

   মহাকালের মহান নেতা পিতা শেখ মুজিবুর রহমান -

   বঙ্গবন্ধু মানেই বঙ্গের মুক্ত আকাশের উজ্জ্বল নক্ষত্র।


 মুজিব মানে বট বৃক্ষ বাঙালির মুক্তি শ্লোগান স্বাধীনতা-

  পরাধীনতার শৃঙ্খল ভেঙে এনেছেন মুক্তঝরা বারতা।

   মুজিব মানে ইতিহাস ঐতিহ্য অহংকার কাব্য কবিতা -

     শ্রদ্ধা স্মৃতির পাতায় বঙ্গবন্ধু বাঙালির শ্রেষ্ঠ কবিতা।


    বঙ্গবন্ধু বাঙালির প্রাণ প্রদীপ ভালোবাসার মমতা -

    কাব্য রচনার অগ্নি অনলের অপার মায়া মুগ্ধতা। 

    বাঙালির স্বপ্নতরী এনে দিয়েছেন মুক্তি স্বাধীনতা -

   মুজিব মানে সাড়া জাগানো মহাকাব্যের কবিতা।


   বঙ্গবন্ধু মানে সারা বিশ্বে দারুণ এক বিস্ময় প্রতিভা -

 ৭ই মার্চ রেসকোর্সে আবৃত্তি হলো বিশ্বের অমর কবিতা।

   চিরদিন বাঙালির হৃদয়ে এই সুখ পাঠ্য বইবে মুগ্ধতা -

    মহাকাব্যের মহাকবি বঙ্গবন্ধু বাংলাদেশে রচয়িতা।