Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

29/06/21
বিষয়-অভিমানী প্রেমকলমে-জ্যোৎস্না দত্ত
বার্ধক্যতে দাঁড়িয়ে যৌবনের স্মৃতি গুলো ব্যথা দেয়. যৌবনের প্রেম বড় প্রিয় হয়ে ওঠে যখন,তখন ভুলি,সব কিছু ভুলি,শুধু ভালো প্রেমিকা হওয়ার প্রয়াস,নিজেকে পরিপাটি করে তার কাছে নিজেকে মেলা,জ্…

 


29/06/21


বিষয়-অভিমানী প্রেম

কলমে-জ্যোৎস্না দত্ত


বার্ধক্যতে দাঁড়িয়ে যৌবনের স্মৃতি গুলো ব্যথা দেয়. যৌবনের প্রেম বড় প্রিয় হয়ে ওঠে যখন,তখন ভুলি,

সব কিছু ভুলি,শুধু ভালো প্রেমিকা হওয়ার প্রয়াস,

নিজেকে পরিপাটি করে তার কাছে নিজেকে মেলা,

জ্যোছনা রাতে পাশাপাশি বসতে ঘটে কোন বিভ্রাট

কপালে, চুলে সমস্ত শরীরে তার গন্ধ টা আমার শরীরে ভাসে,অনুভবে সর্বক্ষণ থাকে অনুভবে.

সাক্ষী আছে ধর্মতলা,পার্কস্ট্রিট,কলেজ স্ট্রিট

আমাদের বৃষ্টির মধ্যে দুই জনের সে কি আমোদ,

ছাতা হাওয়ায় উড়িয়ে দিয়ে বৃষ্টি  শরীরে মাখা,

কালো মেঘে ডাকা অভিমানী আকাশ ও এতো

ভালোবাসা বাসি দেখে খুশিতে বৃষ্টি হয়ে ঝরে পড়া,

কোন এক ছোট্ট অভিমানে দুই জনে এতো দূরে যাওয়া,একে ওপরের অপেক্ষায় থাকা অভিমানের

সুর ভাঙার,হয়ে ওঠে না আর কখনও অভিমান ভাঙা,শুধু অপেক্ষায় দিন বয়ে চলা,শুধু দূরে যাওয়া.

একজন শুধু অপেক্ষায় থাকা অন্য এক জন 

পথ ঘুরে যায় অন্য কোন পথে,দেখা হয় না আর.

আজ বার্ধক্য তে এসে এমনই প্রেম পড়ে যখন চোখে,তখন যৌবনের প্রেম বড় বেদনা দেয়,মনে পড়ে ফেলে আসা সেই প্রেম আবার.

এমন প্রেম পড়ে যখন চোখে,মনে মনে বলি তাদের

ছোট্ট কোন অভিমানে ভাঙে না যেনো তোদের প্রেম