বিভাগ-কবিতা শিরোনাম -মেয়েদের বাড়িকলমে -অপর্ণা চক্রবর্ত্তী২৯/০৬/২০২১
মেয়েদের জীবন ঠিক জলের মতোযখন যে পাত্রে, তখন সেই পাত্রের আকারে ।ঠিক তেমন তাদের থাকার বাসা, পিতৃগৃহে শৈশবে, বিয়ের পর স্বামীর,আরবৃদ্ধাবস্থায় সন্তান আশ্রয়ে অথবা…
বিভাগ-কবিতা
শিরোনাম -মেয়েদের বাড়ি
কলমে -অপর্ণা চক্রবর্ত্তী
২৯/০৬/২০২১
মেয়েদের জীবন ঠিক জলের মতো
যখন যে পাত্রে, তখন সেই পাত্রের আকারে ।
ঠিক তেমন তাদের থাকার বাসা,
পিতৃগৃহে শৈশবে, বিয়ের পর স্বামীর,আর
বৃদ্ধাবস্থায় সন্তান আশ্রয়ে অথবা বৃদ্ধাশ্রমের ছোট ঘরে।
ছোট থেকেই মেয়েদের শেখানো হয়
মুখ বুজে ঘর সংসারের ভার
বহন
করতে হয় কেমন করে। কৈশোরের সব জানা বোঝা হারিয়ে
শ্বশুর বাড়িকে আপন করতে হয় অজানা অচেনাকে, শ্বশুর বাড়িকে
চলতে হয় নিজেকে হারিয়ে মেনে আর মানিয়ে নিয়ে
সময় চলে যায় স্বামী সন্তান সংসার সামলাতে সামলাতে ।
তারপর ক্রমে অস্তিত্ব হারাতে হারাতে একসময়
নিজেকেও হারিয়ে ফেলে একাকিত্বের বালুচরে।
অবশেষে, নিজের সব কিছু নিঃস্ব করে
আশ্রয় নেয় বৃদ্ধাশ্রমের ছোট্ট ঘরে।
এরপর বৃদ্ধাশ্রমের ঘরে বসে
জানলা দিয়ে
আকাশ দেখতে দেখতে এটাই তার নিজের বাড়ি অনুধাবন করে ।
জন্ম হতে মৃত্যু বাড়ি বদলের পরিবেশের সাথে
নারী ছাড়া কেউ কি এভাবে পারে মেলাতে।