Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনদৈনিক লেখনী প্রতিযোগিতাতারিখ ২০/৬/২১কবিতা- " সৃষ্টি সুখের উল্লাসে"'কবি-- নৃপেন্দ্র নাথ ভট্টাচার্য্য
মেতেছি মোরা সৃষ্টি সুখের উল্লাসেকথার মালা গাঁথি কবিতাকে ভালোবেসে।হাজার হাজার হচ্ছে নতুন কবিতা সৃজ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

দৈনিক লেখনী প্রতিযোগিতা

তারিখ ২০/৬/২১

কবিতা- " সৃষ্টি সুখের উল্লাসে"'

কবি-- নৃপেন্দ্র নাথ ভট্টাচার্য্য


মেতেছি মোরা সৃষ্টি সুখের উল্লাসে

কথার মালা গাঁথি কবিতাকে ভালোবেসে।

হাজার হাজার হচ্ছে নতুন কবিতা সৃজন

ভালো মন্দ যে যাই লিখি শব্দে মালা বন্ধন।


বহু কবি লিখেছেন তাদের মতো ছন্দে,

আজও আমরা পড়ি তা মনের আনন্দে।

সৃজন করে নবীন কবি তারাও হবেন খ্যাত,

বিখ্যাত কবি রবি, নজরুল হয়েছেন গত।


আমরা যদি হাল ছেড়ে দিই

কেমনে হবে সৃষ্টি

সৃষ্টির ধারায় উল্লসিত

কাগজ কলমে ভাবনার দৃষ্টি।


কতো জন করছে সৃষ্টি কতো নতুন ছন্দে,

পড়তে পড়তে মন ভরে যায় সৃষ্টির আনন্দে।

লেখ ভাই কবি বন্ধু শেখ মনের কথা,

সৃষ্টির সুখে লেখ ভাই নতুন কাব্য গাঁথা।


       @ সংরক্ষিত#