সৃষ্টি সাহিত্য যাপন
সবুজ লাইট🟢🟢🟢🟢
জ্বলছে সবুজ,লাইটটা ঠিকতোমার নামের পাশে।ভাবছি কেবল,কখন যে ফেরতোমার মেসেজ আসে?
কাটছে প্রহর,মানছে না মনএকলা উদাস হয়ে।এ পাশ ও পাশ,করছি শুধুই বেলা যে যায় বয়ে।
জানিনা ঠিক,হঠাৎ আমায়বুঝলে কেনো ভুল।হঠাৎ ক…
সৃষ্টি সাহিত্য যাপন
সবুজ লাইট
🟢🟢🟢🟢
জ্বলছে সবুজ,লাইটটা ঠিক
তোমার নামের পাশে।
ভাবছি কেবল,কখন যে ফের
তোমার মেসেজ আসে?
কাটছে প্রহর,মানছে না মন
একলা উদাস হয়ে।
এ পাশ ও পাশ,করছি শুধুই
বেলা যে যায় বয়ে।
জানিনা ঠিক,হঠাৎ আমায়
বুঝলে কেনো ভুল।
হঠাৎ করেই,করলে আমায়
তোমার চক্ষুশূল!
দোষ কি ছিলো,বলতে পারো
করলে কেনো রাগ?
দিওনাগো এই,মনটাতে আর
অপরাধের দাগ।
যাক যা হওয়ার,হয়েই গেছে
পারলে ক্ষমা কোরো।
ভুল ত্রুটি সব,মিটিয়ে নিয়ে
হাতটা আবার ধরো।
চাইবো আবার,দেখতে তোমার
মেসেজ আগের মতো।
নামের পাশের,সবুজ লাইট
না দিক আমায় ক্ষত।
❤❤❤❤উৎপল❤❤❤❤