Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ  ঃ পদ্যকবিতাশিরোনাম  ঃ মানুষ চরিত্র কলমে ঃ অরুণাভ চক্রবর্তী তাং ঃ ২০.০৬.২৯২১.
ভালোবাসলে মানুষ আঘাত করে,স্বার্থ ফুরালে মানুষ কেটে পড়ে,বিপদে পড়লে মানুষ মজা পায়যখন তখন মানুষ ডিগবাজি খায়।
যে যতো বেশি খায় ততো বে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ  ঃ পদ্যকবিতা

শিরোনাম  ঃ মানুষ চরিত্র 

কলমে ঃ অরুণাভ চক্রবর্তী 

তাং ঃ ২০.০৬.২৯২১.


ভালোবাসলে মানুষ আঘাত করে,

স্বার্থ ফুরালে মানুষ কেটে পড়ে,

বিপদে পড়লে মানুষ মজা পায়

যখন তখন মানুষ ডিগবাজি খায়।


যে যতো বেশি খায় ততো বেশি চায়,

যার যতো বেশি  ততো গলা শুকায়।

মানুষ মরলে বলি ও কি ভালো ছিল,

বেঁচে থাকতে জানি শুধু বদনাম পেল।


শিক্ষিত মানুষেরা যদি শয়তান হয়

এরচেয়ে বড়ো শয়তান কেউ হয় না,

এরাই সময়ে মানুষকে বিপদগামী করে

শুভ বিচারবুদ্ধিবোধ মনে তখন রয় না।


অন্যায় দেখেও মানুষ চুপ করে থাকে

করে না ভয়ে কোনো এ যুগে প্রতিবাদ, 

মিথ্যা কলঙ্ক চরিত্রে দিয়ে দিন করে রাত

আর যতো বদজন এর সঙ্গে দেয় সাথ।


দমদম পার্ক।  কোলকাতা