সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম--নারী ---------------------কলমে--সুশীল চন্দ্র গোপ ( ত্রিপুরা স্টেট রাইফ্যালস্ )তারিখ-- ০৯\০৬\২১----------------------------------নারী অর্থে মহিলা,মানবী,নারী হল স্ত্রী,রমণী ,নারী রূপে সুগৃহিণী-পুরুষের অ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম--নারী
---------------------
কলমে--সুশীল চন্দ্র গোপ
( ত্রিপুরা স্টেট রাইফ্যালস্ )
তারিখ-- ০৯\০৬\২১
----------------------------------
নারী অর্থে মহিলা,মানবী,নারী হল স্ত্রী,রমণী ,
নারী রূপে সুগৃহিণী-পুরুষের অর্ধাঙ্গী,জীবন সঙ্গিণী ।
নারী-করুণাময়ী মা,দার,জনি,দয়িতা ,
নারী অঙ্কলক্ষ্মী, মানব জীবনে চির সত্য কবিতা ।
নারী রূপে প্রেয়সী,বনিতা,গৃহের গিন্নী-মা ,
নারী হল জোরু,ক্ষেত্র,জীবনে নেই পরোয়া ।
নারী-হৃদয় খোলা প্রাণ,প্রসন্ন করছে সবারে
দুঃখ যত দেখছে নিত্য ,সে সবার দুঃখে মরে ।
নারী সংসার করেও সংসারে সে পর
পিতার পর পুত্র মালিক,কোথাও নেই তার ঘর ।
বিবাহের পর শ্বশুর বাড়ি,দুর্বল চিত্তে বাস ,
সুখ শান্তি চূর্ণ-বিচূর্ণ,যেন জীবন্ত একটি লাশ ।
নারী যে ভাই সর্বরূপে,সকল মঙ্গল কারিণী
জন্ম মৃত্যু নারীর কুলে,নারী রূপে ধরণী ।
=======