Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম ~ লং ড্রাইভ কলমে ~ দেবযানী ঘোষাল9th June, 2021
শৈশবের মুগ্ধতা , ভালোলাগাগুলো প্রাণপণে বধির হয়েছিলো , শৈশব বলে....শাসনগুলো ভালালাগাকে রুদ্ধ করেছিলো কৈশরের নিয়ম শৃঙ্খলায় .....কে জানতো বলতো ?আমরা দু'জনে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম ~ লং ড্রাইভ 

কলমে ~ দেবযানী ঘোষাল

9th June, 2021


শৈশবের মুগ্ধতা , ভালোলাগাগুলো প্রাণপণে বধির হয়েছিলো , শৈশব বলে....

শাসনগুলো ভালালাগাকে রুদ্ধ করেছিলো কৈশরের নিয়ম শৃঙ্খলায় .....

কে জানতো বলতো ?

আমরা দু'জনেই  মনে মনে দু'জনকে ভীষণ ভাবে চাইতাম ?

তেইশ বছর পর যখন দেখা হল ফেসবুকে ....

একটু একটু করে তুই জানালি তোর অব্যক্ত অভিপ্রায় .....

এখন তুই বাবা ...

আমিও মা...

তুই এখন একটি সাত বছরের ছেলের বাবা...

আর আমি পাঁচ বছরের মেয়ের মা ....

সেদিন খুঁজেছিলি আমায় ....

আমার হবি বলে.....

আমি খুঁজিনি ....

জানতাম , তুই কখনোই আমার হবি না ....

থমকে গেছিলি , হাউহাউ করে কেঁদেছিলি আমার বিয়ের খবরটা পেয়ে ...

হা হা , তুই নাকি পুরুষ মানুষ ?!

এত মুখচোরা ?

বুকের পাটা নেই বলার ?

এত দিন পর বললি .....

তাও আবার ফেসবুকের পাতায় ....?

ফোনেও না ....! সংসারের অনাকাঙ্খিত প্রত্যাশাগুলো পুরণ করতে করতে আজ তুই ক্লান্ত .....

ভীষণ ক্লান্ত.....

বারবার বলছিস লং ড্রাইভে যাবি....আমাকে নিয়ে ....

তোর সদ্য কেনা মার্সিডিস....

স্টিয়ারিং হাতে তুই ,

আমি তোর বাম পাশে জানলা ঘেষে ....

ব্রাউন স্যাডো গগলস , ঠোঁটে চুরুট .....

চেরী কালারের টিসার্ট...

আর ফেড জিন্স ....

এক ঝটকায় আমার ডান হাতটা ধরে টেনে নিলি তোর কাছে .....

হাতটা শক্ত করে ধরে , চালানো বন্ধ করলি ....আমার 

ডান কাধে মাথা রেখে সব ক্লান্তির অবসান ....

তোর ঘাম আর পারফিউমের গন্ধ.....

মাতাল করে দিলো নিমেশেই .....

বললি , তোর এতদিনের জার্নি .....যার সঙ্গী হতাম কেবল আমি ....আমি.....

বুকের পাটা নেই ....

তোর আমার কারুরই....

বুকের পাটা নেই .....

তবু রোজই তোর আব্দার লং ড্রাইভ .....

ব্যাকুল অপ্রাপ্ত আকাঙ্খাটা শুধু সময়ের সাথে সাথে বাড়িয়েছে কল্পনার সুখ ....

নানান চালচিত্র.....

অথচ আমাদের লং ড্রাইভ !!

নাহ .....

আজও হয়ে উঠলো না .....

বুকের পাটা চাই বুঝলি ?

বুকের পাটা .....ll