শিরোনাম ঃ আমি আছি আমি নেই *কলমে ঃ রাহুল সেনগুপ্ত তারিখ ঃ ১৪/০৬/২০২১************আমার বোনটা হারিয়ে গেল,আমার মায়ের আকুল সুর,আমার বাপটা মরে গেছে, নিজের গলায় ছুঁইয়ে দিলাম ক্ষুর ।।
আমার বসত বাড়ি গেছে , শ্মশান ঘাটই এখন আমার ঘর,ওরে আমা…
শিরোনাম ঃ আমি আছি আমি নেই *
কলমে ঃ রাহুল সেনগুপ্ত
তারিখ ঃ ১৪/০৬/২০২১
************
আমার বোনটা হারিয়ে গেল,
আমার মায়ের আকুল সুর,
আমার বাপটা মরে গেছে,
নিজের গলায় ছুঁইয়ে দিলাম ক্ষুর ।।
আমার বসত বাড়ি গেছে ,
শ্মশান ঘাটই এখন আমার ঘর,
ওরে আমার পেত্নী সোনা তুই,
এই ঘাটেতেই না হয় ডুবে মর।
আমার অস্থি মজ্জা জ্বলছে ধিক ধিক,
সবাই ছিলাম পাংশু পোড়া কাঠ,
আপদ গেছে, চালিয়ে দিলাম ক্ষুর,
হারিয়ে গেলাম, টা টা, কু ঝিক ঝিক।
........…..…..…............
*কলমে ঃ রাহুল সেনগুপ্ত