Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা- আলোর পথে____________________
নিসঙ্গ অন্ধকার ঘরে এক ঝলক আলোর সাথে নিয়ে এলে টাটকা বাতাস।তোমার সেই বাতাসে ছিল নতুন প্রাণের আহোবান।আমি দিশেহারা হয়ে গেলাম ,অন্ধকারের ভিতরে সৃষ্টি হলো নতুন এক প্রাণ।উদ্ভাসিত মুখ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা- আলোর পথে

____________________


নিসঙ্গ অন্ধকার ঘরে এক ঝলক আলোর সাথে নিয়ে এলে টাটকা বাতাস।

তোমার সেই বাতাসে ছিল নতুন প্রাণের আহোবান।

আমি দিশেহারা হয়ে গেলাম ,

অন্ধকারের ভিতরে সৃষ্টি হলো নতুন এক প্রাণ।

উদ্ভাসিত মুখে চাইলাম তোমার পানে,

তোমার সৌন্দর্য অপলক দৃষ্টিতে দেখতে পেলাম তোমার চোখের উজ্জ্বলতা।

যেনো দেখছি সর্বাঙ্গে জ‍্যোতি বিচ্ছুরিত তোমার সে এক অপূর্ব দৃশ্য,

মুহূর্তে যেনো আমার সব কিছু বদলে গেলো সেই জ‍্যোতির ছোঁয়া লেগে।

নতুন প্রাণের পরশে চোখ মেলে দেখি ,

সব হারানোর মাঝে এ কোন বিচ্ছুরিত জ‍্যোতি।

অন্ধকার গেলো মুছে প্রবল উচ্ছাসে,

ধরিত্রির মাঝে কানে কানে বলে দিলে এটাই তোমার জগৎ।

ভেসে গেলো আমার দুচোখ টলটলে জলে,

ভীষন যত্ন সহকারে মুছিয়ে দিলে,

আজ আমি ইচ্ছেগুলো নিত‍্য সাজাই প্রতিনিয়ত 

তার রুপকার শুধু তুমি।

আজও জানিনা কোথায় ছিলে কোন অজানার দূর দেশে,

সাজিয়ে নিলে মোরে নিজের মতো করে।

ভয় পাই ভীষন আজ শুধু হারাবার,

কোনো কারণে সামান্য তোমায় যদি হারিয়ে ফেলি।

যে ইচ্ছেগুলো তুমি সাজিয়ে দিয়েছো নিজের হাতে সৃষ্টি করে ,

যেন মলিন না হয় কোনোদিন।

অন্ধকারে থেকো তুমি চিরদিন পাশে,

তোমার সুন্দর চোখের উজ্জল জ‍্যোতি বিচ্ছুরিত আলোয় আমি শান্ত হবো চিরদিন ।


জয়ীতা মিত্র

২৯/৬/২০২১