Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

♦সৃষ্টি সাহিত্য যাপন♦কবিতা -ভাল থেকো♦কলমে-ছবি সিনহা বসু
অনেক অভিমান, অভিযোগ, অনুযোগ আছে তার সাথে আছে একরাশ ভালবাসা।হ্যাঁ এটাই আমি। তোমার আমি।
ভালবাসা আছে তোমার জন্য আজ ও। অযুত বছর ধরে বিরহ বেদনা সয়ে সয়ে আজ আমি বেশ আত্মনির্ভর হয়ে উঠ…

 


♦সৃষ্টি সাহিত্য যাপন

♦কবিতা -ভাল থেকো

♦কলমে-ছবি সিনহা বসু


অনেক অভিমান, অভিযোগ, অনুযোগ আছে তার সাথে আছে একরাশ ভালবাসা।

হ্যাঁ এটাই আমি। 

তোমার আমি।


ভালবাসা আছে তোমার জন্য আজ ও। অযুত বছর ধরে বিরহ বেদনা সয়ে সয়ে আজ আমি বেশ আত্মনির্ভর হয়ে উঠেছি। আর কাউকেই তোমার মতো করে ভালবাসতে পারিনি।


চলার পথে  পেয়েছি কিছু  বন্ধু  কিছু  স্বজন যারা আমায় কখনো ভালবাসে কখনো আবার...


আসলে ভালবাসা টা বড়ই আপেক্ষিক। 


প্রথম ভালবাসা, প্রথম আলিঙ্গন, প্রথমবার দুটি ঠোঁটে র কাছে আসা কিছুই ভুলিনি। ভোলা যায়না!


আজ যখন তোমার ছবি দেখি কিছুতেই নিজেকে সামলাতে পারিনা। মনে হয় ছুটে যাই তোমার কাছে। কিন্তু ...

খুব ভাল আছো জানি স্ত্রী কন্যা নিয়ে।

আমার একলা আকাশ আজ মনখারাপী মেঘে ঢেকে গেছে।আষাঢ়ে শ্রাবণে ফাগুনে সে মেঘ একচুল ও সরেনা। আমার বুকের জমাট বাঁধা কষ্টের মতো সে ও স্থবির হয়ে গেছে।

মাঝে মাঝে মনে হয় এই হয়তো ঝড় উঠবে উড়িয়ে নিয়ে যাবে আমার সমস্ত না পাওয়া গুলোকে। নিশ্বাস গোপন করে আমি থাকি তার অপেক্ষায় !


সফলতার শিখরে তুমি তোমার আপনজনের ভালবাসা নিয়ে ভাল থেকো।


আমার মনের গোপন ঘরে তোমাকে লুকিয়ে রাখব চিরটাকাল। আমার স্বপ্নে তুমি আসবে প্রতিটা দিন, আমার না পাওয়া গুলো পূর্ণতা পাবে আর মনখারাপী মেঘেরা পাড়ি দেবে ভিন দেশে!