#সৃষ্টি_সাহিত্য_যাপন
মেঘলার রোদ্দুরঅর্পিতা কামিল্যা
তুই আমার রোদ্দুর, আর আমি তোর মেঘলা!অনন্ত কাল ধরে ,শুধু তোর বুকে মুখ গুঁজেই আমার শান্তি।নিছক কল্পনা নয়! তুই তো সেই আদিম!আমার প্রেমিক! যুগ যুগ ধরে তোর শরীর রোদ্দুর মাখে। পরিশ্রমী…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
মেঘলার রোদ্দুর
অর্পিতা কামিল্যা
তুই আমার রোদ্দুর, আর আমি তোর মেঘলা!
অনন্ত কাল ধরে ,শুধু তোর বুকে
মুখ গুঁজেই আমার শান্তি।
নিছক কল্পনা নয়! তুই তো সেই আদিম!আমার প্রেমিক! যুগ যুগ ধরে তোর শরীর রোদ্দুর মাখে। পরিশ্রমী প্রেম আবেগে, শরীর ঘামে!আর আমি,
তোর বুকে মুখ গুঁজে শুঁকি পুরুষালী প্রেম গন্ধ।
যতবার যন্ত্রণা এসেছে আমার মনের ঘরে,
আমার কান্না ভেজা কথারা,
আমার গলার স্বর কাঁপিয়েছে,
আমার এলোচুল উড়িয়েছে এলোমেলো ঝড়ে।
আমি চেষ্টা করেছি ততবার লুকিয়ে রাখতে,
আমার অজস্র অশ্রু বারিধারা। আর ঠিক তখনই
আমাকে জড়িয়ে নিয়েছিস্ তোর বুকে!
আমার হাব ভাবে তুই ঠিক বুঝিস ,বৃষ্টি হবে!
সবজান্তা ভালোবাসায় উড়ে যাওয়া কবিতায়
লাইনে লাইনে আমাকে সাজিয়ে রাখিস ,যত্নে।
থেকে থেকে বুকের অলিন্দে নিলয়ে ধুকপুক,
তুই আসিস মেঘপিয়নের চিঠিতে,
আর তারপর মনখারাপি বৃষ্টি আটকে
আমাকে জড়িয়ে নিয়েছিস্ তোর বুকে !
নরম জল, ঠিক কতটা শক্তিশালী হলে পাহাড়ের পাথর ক্ষয় করে দেয়, তুই জানিস।
প্রেম শক্তিশালী,তাই মেঘলা আর রোদ্দুরের প্রেম অনন্ত কাল ধরে জল আর পাথরে ঘর্ষণে
প্রেমের ঝর্ণা ধারায় বয়!
তোর অনূভুতি ছুঁয়ে গেছে সারা শরীরে
বয়ে গেছে গান্ধর্ব্য পর্বতমালায় যৌবন চঞ্চলা নদী ,
তুই স্নান করেছিস,খরস্রোতায়!পাহাড়ি ঝর্ণা আর পাহাড়ের ধাক্কায় জলীয়বাষ্পোদ্ভুত প্রীজমিক রঙধনুর রঙ শাড়ি জড়িয়েছি আমি,
কখনো আমি পরেছি গাঢ় নীল রঙের শাড়ি!
কোনোটার রঙ লাল! কোনোটা হলুদ!
কোনোটা আবার গাঢ় সবুজ !
তারপর সেই পার্থিব রঙের অপার্থিব আবেগ শাড়ি সহ আমাকে জড়িয়ে নিয়েছিস্ তোর বুকে।