Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টির সাহিত্য যাপন"বৃষ্টির ঝর্ণা"--রেশমা বেগম  ৬.৬.২০২১ ইং
টাপুর-টুপুর বৃষ্টির ঝর্ণা সারাবেলামন নাচে উচাটনে আত্মভোলা,ঘনঘোর বরিষণে গগন লুকিয়েসন্ধ্যাতারা ঘুরে ফিরে পালিয়ে।
মনো-অরণ্যে কাব্যের বৈঠকী চলেক্লান্তহীন পালকে ন…



 সৃষ্টির সাহিত্য যাপন

"বৃষ্টির ঝর্ণা"

--রেশমা বেগম

  ৬.৬.২০২১ ইং


টাপুর-টুপুর বৃষ্টির ঝর্ণা সারাবেলা

মন নাচে উচাটনে আত্মভোলা,

ঘনঘোর বরিষণে গগন লুকিয়ে

সন্ধ্যাতারা ঘুরে ফিরে পালিয়ে।


মনো-অরণ্যে কাব্যের বৈঠকী চলে

ক্লান্তহীন পালকে নিবিড় সম্মোহনে,,

শব্দ,বাক্যের কন্টকহীন লুকোচুরি

সামলাতে হয় মনোনিবেশনে চাতুরি।


গুড়ুম-গুড়ুম অম্বর ডাকে স্ব-অস্তিত্বে

হৃদয় অলিন্দে প্রেমাবেগ স্বস্তিতে,

পিঞ্জরে বাজে সারেঙ্গী-গীত তরঙ্গে

বৈরাগী কুহুক প্রভাতে নিঃসঙ্গে।


সবুজপ্রকৃতি নব্য-পত্রের ডানা মেলে

বৃষ্টির ঝর্ণা চেয়ে-চেয়ে মুচকি খেলে,

সোনা-রোদ্দুর কোথায় গেলো হারিয়ে

মধুচন্দ্রিমা নিশি কাহন চালিয়ে।


গোধূলি লগনে আঁধারের নিমন্ত্রণে

কোথায় অনিয়মে হাঁসগুলি ছন্দপতনে,

খালের পানিতে বইচা-পুটির নাচনি

রুপোলী চিকিমিকি রঙিন সাজনি।


আষাঢ়ের আগমনে দিগম্বরী বৃষ্টি-নূপুর

খলখলিয়ে ভাসিয়ে পথ-ঘাট পুকুর,

তাপদাহে বিমর্ষ, ওষ্ঠাগত মনপ্রাণ

শীতলা আবেশে জুড়ায় পরাণ।


ঢাকা, বাংলাদেশ।