Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন ~~~~~~~~~~"হৃদয় জুড়ে বাজে"~~~~~~~০৬/০৬/২০২১কলমে ঃ- প্রসেনজিৎ সেন (যীশু) ঝরছে দেখি অঝোর ধারায়বাবার চোখে জলঅশীতিপর বৃদ্ধ বাবারএইটুকু সম্বল। শেষ জীবনে বাবার হাতেলম্বা একটা লাঠি মন্দির ঘরে পুরোহিত তিনিসু…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

~~~~~~~~~~"হৃদয় জুড়ে বাজে"~~~~~~~

০৬/০৬/২০২১

কলমে ঃ- প্রসেনজিৎ সেন (যীশু) 

ঝরছে দেখি অঝোর ধারায়

বাবার চোখে জল

অশীতিপর বৃদ্ধ বাবার

এইটুকু সম্বল। 

শেষ জীবনে বাবার হাতে

লম্বা একটা লাঠি 

মন্দির ঘরে পুরোহিত তিনি

সুন্দর পরিপাটি। 

বাধার প্রাচীর ভাঙতে গিয়ে

রক্ত ঝরেছে কত,

দু'হাত শুধু বাড়িয়ে দিতন

বটের ছায়ার মতো। 

বুঝিনি তখন সংসার মানে 

মায়াপাশ বন্ধন,

বুঝেছি শুধু প্রিয়জন ব্যথা

বা্ধ ভাঙা ক্রন্দন । 

দিনের শেষে শেষের কথা 

অস্ফুট ক্ষীণ স্বর,

বাঁধন ছিঁড়ে যাচ্ছে দূরে 

নীরব শূন্য ঘর। 

তাকিয়ে আছি দূর আকাশে 

কখন উঠবে তারা, 

হয়তো বাবা, বলবে ডেকে 

কোথায় ছিলি দাঁড়া ! 

আমার চোখে জেগে আছেন 

বাবা বুকের মাঝে, 

মরমি সেই কণ্ঠ ধ্বনি 

হৃদয় জুড়ে বাজে ।।