Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #বিভাগ_কবিতা #শিরোনাম_বিদায়ী_বর্ষা #কলমে_সব্যসাচী#তারিখ_০৮_০৬_২০২১             ~বিদায়ী বর্ষা~                 (সব্যসাচী)বর্ষা আমার স্বপ্ন দোলায়,দুঃখ দিয়ে ঠোঁটটি ফোলায়।মেঘের গর্জনে বৃষ্টি নামে, শুভ অনুষ্ঠ…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#বিভাগ_কবিতা 

#শিরোনাম_বিদায়ী_বর্ষা 

#কলমে_সব্যসাচী

#তারিখ_০৮_০৬_২০২১

             ~বিদায়ী বর্ষা~

                 (সব্যসাচী)

বর্ষা আমার স্বপ্ন দোলায়,

দুঃখ দিয়ে ঠোঁটটি ফোলায়।

মেঘের গর্জনে বৃষ্টি নামে, 

শুভ অনুষ্ঠান মুহূর্তে থামে। 


মেঘলা আকাশ বড্ড পাজি,

বৃষ্টি থামাতে হয় না রাজি।

পাছে আমি ভয়ে মরি,

সময় বইয়ে চলছে ঘড়ি।


বাদল দিনে আঁধার নামে,

নীল আকাশ শুধুই ঘামে।

জল থৈ থৈ মাঠে,

ত্রিপল নিয়ে বসবো ঘাটে।


বর্ষা মানে যুব উত্তাল,

দেয় আনন্দ মনের মাতাল।

অতিরিক্ত ঝড় আর বৃষ্টি,

উপকূল অঞ্চলে বাড়ে অনাসৃষ্টি।


তাসের ঘরে প্রেমের বাসা,

ভাঙতে গিয়ে দূরন্ত আশা।

বিদায় দিয়ে যাবার বেলায়,

আবার বর্ষা এসো আলয়।