সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা শিরোনাম--স্বপ্ন প্রশ্নের মুখে কলমে-গীতা লোধ০৮/০৬/২০২১
কত স্বপ্নে বিভোর ছিলাম ভাবনার ভেলায়,এখন নিজেকে নিজে স্বপ্ন ভাঙ্গি অবহেলায়।
ভাবতাম এই অলংকার জড়িয়ে মিলনের বাজবে বীন,মনের কোনায় কত স্মৃতিকথা উদাসীন…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা
শিরোনাম--স্বপ্ন প্রশ্নের মুখে
কলমে-গীতা লোধ
০৮/০৬/২০২১
কত স্বপ্নে বিভোর
ছিলাম ভাবনার ভেলায়,
এখন নিজেকে নিজে
স্বপ্ন ভাঙ্গি অবহেলায়।
ভাবতাম এই অলংকার জড়িয়ে
মিলনের বাজবে বীন,
মনের কোনায় কত
স্মৃতিকথা উদাসীন।
পুরনো গৃহকোণ হারালাম
আর মায়ের পরশ খানি,
ভাগাভাগি মিলনের ছোঁয়া
বিচ্ছেদের কানাকানি।
মনের জানালায় দাঁড়িয়ে
টুকরো টুকরো চিত্র
পুতুল খেলার জম জমাট
ছোট বেলার মিত্র।
শ্বাস প্রশ্বাস চলছে ঠিক
নেই খোলা হাওয়া,
বাধাঁ বাঁধন জুড়ে গেলো
কোথাও আসা যাওয়ার।
আমার ঘরের লক্ষ্মী
বাবার মুখের বুলি,
ঘর সাজানোর অধিক সংখ্যক
আমার জিনিস গুলি।
স্বপ্ন যখন প্রশ্নের মুখে দাড়ায়
হৃদয় দহে জ্বালা অনুরাগে,
এতো অনাদর মর্মের ব্যথা
কি আর ভালো লাগে।