Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - কবিতাশিরোনাম - জীবনযুদ্ধে এগিয়ে চলোনূপুর আঢ‍্য০৮/০৬/২০২১
পরের কথায় হোও না প্রভাবিত মনকে কোর না বিখন্ডিত,জীবনযুদ্ধে এগিয়ে চলো হবেই সাফল‍্যমণ্ডিত।দৃঢ়চেতা হৃদয় যার মাঝপথে করে না পলায়ন,মনের ইচ্ছা চলার পথে ক… সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ - কবিতা

শিরোনাম - জীবনযুদ্ধে এগিয়ে চলো

নূপুর আঢ‍্য

০৮/০৬/২০২১


পরের কথায় হোও না প্রভাবিত 

মনকে কোর না বিখন্ডিত,

জীবনযুদ্ধে এগিয়ে চলো 

হবেই সাফল‍্যমণ্ডিত।

দৃঢ়চেতা হৃদয় যার 

মাঝপথে করে না পলায়ন,

মনের ইচ্ছা চলার পথে 

করে নিয়ত বাস্তবায়ন।


ভীরু যারা জীবনভর 

আপনে রাখে আড়াল করে,

হৃদয় তাদের খন্ড বিখন্ড 

নাই সাহস অন্তরে।

সাফল্য তাদের দেয় না ধরা 

শুষ্ক বদনে ঘুরে,

ভাগ্যের উপর খুব সহজে 

দেয় নিজেকে ছেড়ে।