Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

( ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে)সৃষ্টি সাহিত্য যাপন
কবিতার নাম-সবুজের হাতছানি কলমে- বৈশালী ঘোষলাইন- ১৪যন্ত্রণাময় পৃথিবীর মৃত্যু মিছিল অব্যাহত, চামড়া পোড়া গন্ধে বাতাস কলুষিত।। বৃক্ষরাজি ধ্বংসে হয়েছে ইমারত - কলকারখানা, দূষিত…

 


( ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে)

সৃষ্টি সাহিত্য যাপন


কবিতার নাম-সবুজের হাতছানি 

কলমে- বৈশালী ঘোষ

লাইন- ১৪

যন্ত্রণাময় পৃথিবীর মৃত্যু মিছিল অব্যাহত, 

চামড়া পোড়া গন্ধে বাতাস কলুষিত।। 

বৃক্ষরাজি ধ্বংসে হয়েছে ইমারত - কলকারখানা, 

দূষিত আকাশ, দূষিত বাতাস, দূষিত জলকণা।।

মানুষের মন অবসাদ গ্রস্ত, বিষাদক্লিষ্ট হায়,

ক্রীড়নক সম প্রাণবায়ু বুঝি সহসা বেরিয়ে যায়।।

'সতেজ সবুজ একটি চারায় নিহিত আছে প্রাণ

বার্তা নয় বৃক্ষ রোপণে পৃথিবীর পরিত্রাণ।। 

নির্মল আকাশ নিষ্কলুষ বাতাস পশুপক্ষীর কলরব

ধরণী সাজবে নতুন করে গাবো প্রকৃতির স্তব।।

আবাল বৃদ্ধ বণিতা শিশু করবে নাকো ভয়-

সবার ওপরে মানুষ সত্য, সে বনানীও করেছে জয়।।