Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
একদিন কোনো এক সভ্যতার দেখা
একদিন কোনো এক সভ্যতার দেখা,পাথরের বুকে আছে কিছু লেখা।"এক ছিলো মানুষ বড়ই অবুঝ,লোভের বসে কাটলো সবুজ।শহরেতে যত পুকুর ও বিল,ইঁটের তেষ্টায় শুকালো সেই নীল।বন্য প্রাণী যা ছিল বনে,সংরক্ষি…

 


সৃষ্টি সাহিত্য যাপন


একদিন কোনো এক সভ্যতার দেখা


একদিন কোনো এক সভ্যতার দেখা,

পাথরের বুকে আছে কিছু লেখা।

"এক ছিলো মানুষ বড়ই অবুঝ,

লোভের বসে কাটলো সবুজ।

শহরেতে যত পুকুর ও বিল,

ইঁটের তেষ্টায় শুকালো সেই নীল।

বন্য প্রাণী যা ছিল বনে,

সংরক্ষিত মানুষের শাসনে।

পৃথিবী ভেদ করে তুললো তরল,

তরল জ্বলে বায়ুতে গড়ল।

খাদ্যে যা ছিল সুষম গুণ ,

রসায়ন জেনে তা হলো নির্গুণ।

পরিবেশে তাপ দিনে দিনে বাড়ে,

সমুদ্র কি ডুবিয়ে দেবে, যা আছে পাড়ে।

পৃথিবীর দম আজ প্লাস্টিকে বন্ধ,

তবু চলে মানুষ ও প্রকৃতির দ্বন্দ্ব।

এই ভাবে মানুষ যদি যায় ধ্বংসের দিকে,

তাই এ লেখা থাক পাথরের বুকে।"


© কৌশিক রায়