#সপ্তরত্নে_বেদতন্ত্রী
বিদ্রোহী
নেশা হীন নৈকট্য নৈতিকতায়নীরবতায় কথারা ফাঁসে।ভাঙাচোরা প্রেমের গল্প কর্কশতবুও বলে ভালোবাসে!নাকে বৃষ্টিভেজা সোঁদা গন্ধকান্না বৃষ্টিতে মেশে।প্রখর বিদ্রোহী শেষে।বিলোপ
নিজেই নিজের প্রেমকে করিনৈঃশব্দ্যে ক্রম…
#সপ্তরত্নে_বেদতন্ত্রী
বিদ্রোহী
নেশা হীন নৈকট্য নৈতিকতায়
নীরবতায় কথারা ফাঁসে।
ভাঙাচোরা প্রেমের গল্প কর্কশ
তবুও বলে ভালোবাসে!
নাকে বৃষ্টিভেজা সোঁদা গন্ধ
কান্না বৃষ্টিতে মেশে।
প্রখর বিদ্রোহী শেষে।
বিলোপ
নিজেই নিজের প্রেমকে করি
নৈঃশব্দ্যে ক্রমাগত দোষারোপ।
দিনলিপির পাতায় আবেগ শুকোয়
জীবনের মহামন্ত্র ধ্বনিলোপ।
সাংসারিকে মিশে কর্ম-কর্তব্য
প্রাপ্তি অপ্রাপ্তির প্রকোপ।
অভিযোগে প্রেম বিলোপ।
প্রাপ্তিতে সমাপ্তি
সপ্রতিভ সপ্তরত্নে বেদতন্ত্রী বিদায়ী
কবিতার স্নান সারে।
ভাবনার মুখোমুখি সিঁদুরে আলপনা
পশ্চিমাকাশে সূর্যাস্ত প্রকারান্তরে।
আবেগ আপ্লুত অবাধ আবেদন
প্রাপ্তিতে পরিক্রমা করে!
তোমাকে জড়িয়ে ধরে।