পাষাণ বন্ধুআব্দুল অদুদ চৌধুরী, সৌদি আরব মক্কাহ।।১৭/৬/২০২১
প্রেম করে প্রেমের মূল্যদিতে জানো না পাষাণী;তবে কেন করলে প্রেম?আমাকে করলে দোষী।
আমি ভুল করেছি পাষাণ বন্ধু-তোরে ভালোবেসে ;তোর পিরিতে এতো জ্বালাবুঝিতাম না আগে।
আগে যদি বুঝতাম …
পাষাণ বন্ধু
আব্দুল অদুদ চৌধুরী, সৌদি আরব মক্কাহ।।
১৭/৬/২০২১
প্রেম করে প্রেমের মূল্য
দিতে জানো না পাষাণী;
তবে কেন করলে প্রেম?
আমাকে করলে দোষী।
আমি ভুল করেছি পাষাণ
বন্ধু-তোরে ভালোবেসে ;
তোর পিরিতে এতো জ্বালা
বুঝিতাম না আগে।
আগে যদি বুঝতাম বন্ধু
তোর মনে ছিল ছলনা;
আমি কি আর করতাম
পিরিত-ওরে পাষাণ ললনা।
মিস্টি কথায় মন ভুলাইয়া
হৃদয় নিলি কাড়িয়া;
অবশেষে আমায় বন্ধু
জানে গেলা মারিয়া।
আব্দুল অদুদ হইলো কাঙাল
তোর পিছনে ঘুরিয়া;
আমার পিঠে চাকু মারলি
পাষাণ বন্ধু কেমন করিযা।