দৈনিক কবিতা প্রতিযোগিতা পর্বশিরোনাম--মালি নেই বলে কলমে--ভোলা নাথ রায় তং-২৯-০৬-২০২১সাজানো মোর বাগান খানি ফুলে ফুলে ছিলো ভরা ,মালি নেই বলে গাছ থেকে আজিফুল গুলো সবি ঝরা ।
গাছ গুলো আজি হারায়ে ডালখসে গেছে কত পাতা ,মালি নেই বলে বোঝে না …
দৈনিক কবিতা প্রতিযোগিতা পর্ব
শিরোনাম--মালি নেই বলে
কলমে--ভোলা নাথ রায়
তং-২৯-০৬-২০২১
সাজানো মোর বাগান খানি
ফুলে ফুলে ছিলো ভরা ,
মালি নেই বলে গাছ থেকে আজি
ফুল গুলো সবি ঝরা ।
গাছ গুলো আজি হারায়ে ডাল
খসে গেছে কত পাতা ,
মালি নেই বলে বোঝে না কেউ আর
গাছের মর্ম ব্যথা ।
খট খটে রোদ তপ্ত দেহ
আকাশের পানে চায় ,
মালি নেই বলে এক ফোঁটা জল
কি করে তারা পায় ।
হঠাৎ কখন বাদল ধারা
ঝরেছে ঝর ঝরে ,
গাছ গুলো সব হারায়েছে প্রান
জীবনের শেষ তরে ।
মালি নেই বলে আজ ই এসেছে
বাগানে অন্ধকার ,
সব মরে গিয়ে বাগান টা আজ
হয়ে গেছে ছারখার ।