Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা- মানবতা হারালো কোথায়?কলমে- সঞ্জয় কুমার পালতারিখ - ০৯/০৬/২০২১ ইংরেজী।========================ডাস্টবিনেতে কুকুর আরঅস্তিসার এক বালক,পঁচা-বাসি খাবার খাচ্ছেটানছে হাঁস মুরগির পালক।
দৃশ্য দেখে মাথা আমারচরকির মতো …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা- মানবতা হারালো কোথায়?

কলমে- সঞ্জয় কুমার পাল

তারিখ - ০৯/০৬/২০২১ ইংরেজী।

========================

ডাস্টবিনেতে কুকুর আর

অস্তিসার এক বালক,

পঁচা-বাসি খাবার খাচ্ছে

টানছে হাঁস মুরগির পালক।


দৃশ্য দেখে মাথা আমার

চরকির মতো ঘুরে,

রিকশাওয়ালা বিপদ বুঝে

রিকশা চালায় ধীরে।


আমি বলি ছেলেটাকে ডাক

রক্ত মাংসে গড়া,

আমরা খাবো সে পাবে না

দেখতে ঘাটের মরা !


ছেলেটাকে ডাকতে গেলে

চটে গেলো ভীষণ

বলে মানুষগুলো ভীষণ বজ্জাত

কুকুরটাই আপন।


আমিও আসি কুকুরও আসে

বন্ধু হয়ে চলি,

এক ডাস্টবিনে না জুটলে কিছু

ধরি অন্য গলি।


পঁচা-বাসি নোংরা খাবার

যা কিছু রোজ জুটে

ভাগ করে নেই বন্ধু দু'জন

ঝগড়া হয় না মোটে।


আমি বলি-তোর কেউ নেই?

কাজ করে ভালো খা,

ছেলে বলে, থাকলে কি কেউ

                        আজ অবধি

পেতাম না কারো দেখা ?


রোদে পুড়ি বৃষ্টিতে ভিজি

ফুটপাত বাড়ি ঘর,

মানুষের কাছে অনেক গিয়েছি

পাইনি সমাদর ।


কাজের জন্য এক বাসায় ঢুকতেই

তাড়িয়ে দিলো চোর বলে,

গলা ধাক্কাতো খেলামই খেলাম

গাল দিলো জারজ বলে।


সেই থেকে ফুটপাত হলো বাড়ি ঘর

আর ডাস্টবিন যোগায় আহার,

বন্ধু বলে পাশে কুকুরই আছে

এক সাথেই আহার বিহার ।


করুণ কাহিনী শুনে আমার

দু'চোখে গড়ালো জল,

বললাম ওহে সব সমান নয়

তুই আমার সাথে চল।


অনেক মিনতি করলাম তবু

কিছুতে দিলো না সে সায়,

ফিরে এসে নিজেকে ধিক্কার দিলাম

আর সারা সমাজের কাছে 

                          প্রশ্ন ছুড়ে দিলাম

 আজ মানবতা হারালো কোথায়?

             **************