সৃষ্টি সাহিত্য যাপনআমার আত্মকথাকলমে- স্বপ্না ভট্টাচার্য্যতারিখ-২৬/৬/২০২১
জরাজীর্ণ ভগ্ন প্রায় এখন, আমার এ দেহ।কলতান মুখর দিন গুলো সব পিছে।দূর হতে দেখে সবাই করুনার চোখে।কেউ আহা করে , কেউ বা করে উপহাস।একটা-চারটে ও সাতটায় প্রতিনিয়ত…
সৃষ্টি সাহিত্য যাপন
আমার আত্মকথা
কলমে- স্বপ্না ভট্টাচার্য্য
তারিখ-২৬/৬/২০২১
জরাজীর্ণ ভগ্ন প্রায় এখন, আমার এ দেহ।
কলতান মুখর দিন গুলো সব পিছে।
দূর হতে দেখে সবাই করুনার চোখে।
কেউ আহা করে , কেউ বা করে উপহাস।
একটা-চারটে ও সাতটায় প্রতিনিয়ত,
তোমাদের কলেবরে ভাসতো আমার এ গৃহ।
হাস্যরসে করতে সব লুটোপুটি।
কোমল হৃদয় বিদীর্ণ করে,
অশ্রু ভরা কত আখি,
বিদায় বেলায় দেখেছি আমি।
দ্বিগুণ দামে বিকোনো টিকিট,
কিনেছো কতো আমার টানে
আজ আমি বড় একাকি।
নিঃশব্দে দাঁড়িয়ে সবারে করি,
কত যে আহ্বান।
অতি সামান্য দেয় সে ডাকের সম্মান।
ভুলতে বসেছো আমায় তোমরা,
পিছু ফিরে আজ দেখেনা কেউ।
স্মার্ট ফোন আর নেটের যুগে,
বড়ই বেমানান আমি এখন।
এর পরে শুধুই রবো স্মৃতির অন্তরালে,
ইতিহাসের পাতায় লেখা হবে,
আমার আত্মকাহিনী,
এক প্রেক্ষাগৃহের আত্মকথা।
।