Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত‍্য যাপনকবিতা:-
শিরোনাম :-নবযাত্রা পথে
              বিনয় ভট্টাচার্য্য               ২৬ জুন ২০২১
কালের অভিযাত্রী!এসেছো এ ধরনীর বুকেদেখে নাও অপরুপ রুপমায়া প্রকৃতিরগাছ,ফুল,পাখী ভরা সুন্দর কাননেপ্রজাপতি আর ফড়িং এর নিঃশব্দ …

 
সৃষ্টি সাহিত‍্য যাপন

কবিতা:-


শিরোনাম :-নবযাত্রা পথে


              বিনয় ভট্টাচার্য্য 

              ২৬ জুন ২০২১


কালের অভিযাত্রী!

এসেছো এ ধরনীর বুকে

দেখে নাও অপরুপ রুপমায়া প্রকৃতির

গাছ,ফুল,পাখী ভরা সুন্দর কাননে

প্রজাপতি আর ফড়িং এর নিঃশব্দ বিচরণ 

আর ফুলে ফুলে অলির গুঞ্জন।

ঝর্না,নদী,পাহাড়,পর্বত আসমুদ্র হিমাচল, 

সরোবরে হংস মিথুনের প্রেম,

পানকৌড়ির আলপনা উন্মুক্ত আকাশে

শঙ্খচিলের ডাক, কোকিলের বসন্ত বিলাপ, আর ময়ুরের নাচ।

সব শেষ করে এইবার যাত্রার জন‍্য হও প্রস্তুত মানুষ, প্রকৃতি ও পুরুষ।

যেতে হবে অন‍্যলোকে,অজানা পুলকে যেখানে পাবে তুমি মুক্তির আলোকে 

অনন্ত সুখ,প্রেম -আনন্দ সন্ধান।

জেনো এই ধরাভূমে আমরা সকলেই 'অমৃতের সন্তান'।

**********