Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপনবিভাগ_কবিতা"অপেক্ষারত জীবন"অপর্না রায়১৯/০৬/২০২১
                      "অপেক্ষারত জীবন"
পাহাড় ছোঁয়ার স্বপ্ন নিয়ে, চলছিলাম আপন খেয়ালে স্বপ্নে বিভোর হয়ে!চলতে চলতে কখন যে খাদের কিনারে দাঁড়…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন

বিভাগ_কবিতা

"অপেক্ষারত জীবন"

অপর্না রায়

১৯/০৬/২০২১


                      "অপেক্ষারত জীবন"


পাহাড় ছোঁয়ার স্বপ্ন নিয়ে, 

চলছিলাম আপন খেয়ালে স্বপ্নে বিভোর হয়ে!

চলতে চলতে কখন যে খাদের কিনারে দাঁড়িয়েছি এসে!

খেয়াল হবার আগেই কে যেন আমার হাত ধরে টেনে আনলো নিজের কাছে।

সম্বিত ফিরে পেয়ে বললাম আমি,"কে তুমি, কেন আমায় বাঁচালে এমন করে?

সে বলল হেসে,"তাতে কি বা যায় আসে, বন্ধু বলতে পারো।

সব সম্পর্কের কি নাম হয় কখনো?

আগে তুমি বলো তো এই নির্জন দুর্গম পথে একা একা যাচ্ছিলে কোথায়?"

আমি বললাম,"ঐ উঁচু পাহাড়টার কাছে।"

সে বলল,"সে তো বহুদূরে!

অলীক স্বপ্নের পেছনে ছুটছো কেন এমন করে?

তুমি কি একা একা কখনও পৌঁছাতে পারবে সেথায়!

অলীক স্বপ্ন ভুলে, এক মুঠো স্বপ্ন নিয়ে যাও ফিরে অপেক্ষারত জীবনে।"

আমি বললাম,"তুমি যাবে না সেখানে?"

হেসে বলল সে,"যাবো ক্ষণ, 

আমি তো থাকি তোমার সাথে সাথেই অনুক্ষণ!

তুমি নতুন কোন সমস্যার সন্মুখীন হলে,

তোমার ভীষণ মন খারাপ হলে,

ডেকো আমায় আকুল হয়ে!

দেখবে আমি তোমার সন্মুখে আছি দাঁড়িয়ে"।।


                                                       .....অপু