সৃষ্টি সাহিত্য যাপন।শিরোনাম "প্লাস্টিকের ব্যাগ" কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি)তারিখ - ২৬/৬/২০২১
আমি প্লাস্টিক-----আমার জন্ম তোমাদের ঘরে।আমাকে তোমরা যে যার মতো করে ব্যবহার কর। তোমরা আমাকে নিজের প্রয়োজনে নিজের মতো করে তৈরী করে…
সৃষ্টি সাহিত্য যাপন।
শিরোনাম "প্লাস্টিকের ব্যাগ"
কলমে-টিঙ্কু ঘোষ (মিষ্টি)
তারিখ - ২৬/৬/২০২১
আমি প্লাস্টিক-----
আমার জন্ম তোমাদের ঘরে।
আমাকে তোমরা যে যার মতো করে ব্যবহার কর।
তোমরা আমাকে নিজের প্রয়োজনে নিজের মতো করে তৈরী করেছো।
কখনো আমার শরীরে রঙিন ছবি এঁকে,
কতো রকমের রং করা হয়েছে আমার শরীরে,
কখনো আমার শরীরে ক্ষতবিক্ষত করে,
কতো লেখা লিখেছো,
আমার শরীরের উপর কতো আঘাত করে গেছো। আমার শরীর যখন আর পেরে ওঠে না,
তখন তোমরা আমাকে ঘরের এক কোণে,
ফেলে রেখে দিয়েছো,
প্রয়োজন হলে আবার তোমারদের সঙ্গে,
আদর করে ডেকে নিয়েছো,
প্রয়োজন না থাকলে------
রাস্তার ধারে বা নোংরা আবর্জনার মধ্যে ফেলে দিয়েছো।
সব সহ্য করেছি,কোনো দিন বিরক্ত হয়নি।
আমার শরীর থেকে কতো রক্ত ঝরেছে,
কিন্তু তোমাদের চোখ সেই রক্ত কোনদিন দেখতে পাইনি। আমাকে তোমরা রোদ্দুর হতে বাঁচাতে দাওনি,
আবার বৃষ্টিতে ও রেহাই দাও নি,
তোমরা কখনো একটুও ভালোবাসো নি।
আসলে তোমরা নিজেদের ছাড়া,
কাউকে ভালোবাসতে পারো না।
ভালোবাসতে জানো না,
তোমরা খুব স্বার্থপর।
আমাকে আর তোমাদের চাই না বললেই তো হবে না। আমি জানি আমাকে ছাড়া তোমাদের চলবে না।
যেখানে যাবে আমাকে চাই।
পুজোর জন্য ফল কিনবে সেখানে ও আমি।
রান্নার জন্য আলু পটল কিনবে সেখানে ও আমাকে, মাছ, মাংস কিনবে সেখানে ও আমাকে সাথে নিতে হবে। জামা-কাপড় কিনবে তখন ও আমাকে সাথে নেবে ।তাহলে তোমরা কেনো বলো আমাকে আর চাই না। বারবার আমাকে তোমরা অপমান করো,
আমি তোমাদের ভালবাসি বলে কিছু বলতে পারি না। তোমাদের যখন আমাকে দরকার পড়বে,
তখন আমাকে আদর করে কাছে ডাকবে।
আবার দরকার না থাকলে ছুড়ে ফেলে দেবে,
পচা দুর্গন্ধ ডাস্টবিনে,
আমি কতো কষ্ট করে থাকি,
তোমরা আমার খোঁজ পর্যন্ত নাও না,
আবার কেউ কেউ পুড়িয়ে মারার চেষ্টা করো।
কিন্তু আজ আমি আর সহ্য করবো না।
আমি এবার রেগে গিয়েছি,
তাই আমি আজ বিদ্রোহ করছি।
তোমাদের আর বাঁচতে দেবো না।
আমি চারিদিকে দূষণ ছড়িয়ে দিয়েছি।
চারিদিকে হবে এবার মহামারী,
করবো না এবার কাউকে ছাড়াছাড়ি।
তোমাদের বংশ এবার করবো আমি ধংস।
চারিদিকে শুধু শব্দ,
শব্দে ঘুম ভেঙ্গে যায় এটাই বাস্তব,
আমাকে নতুন রূপে মুগ্ধ করতে হবে সকল কে।
শব্দে ছুটে এসে দেখি,
তোমারা আমাকে মেসিনে ভরে পিশে মারছো,
আবার নতুন রুপে সৃষ্টি হবো বলে।
নতুন ভাবে আবার দেখা হবে তোমাদের সাথে।
এটাই হোক আমাদের বাঁচার প্রয়াস।
তোমাদের হোক জয়।
তোমরা বাড়ির বাগানে ডাস্টবিনে ফেলে দিলেও আমাদের ছেড়ে তোমরা থাকতে পারবে না।
অনুভূতিতে উপেক্ষাতে অবহেলাতে,
সব সময় আছি আর থাকবো।
🤜🤛❤️❤️মিষ্টি ❤️❤️🤜🤛