Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোরনাকালে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান প্রবাসী বাঙালি বিজ্ঞানীর

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেদিনীপুরের ভূমিপুত্র প্রবাসী বাঙালি বিজ্ঞানী কালীপদ পাহান। করোনাকালে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দু' লক্ষ টাকা সাহায্য করলেন পশ্চিম মেদিনীপুরের প্রবাসী বাঙালি…



নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন মেদিনীপুরের ভূমিপুত্র প্রবাসী বাঙালি বিজ্ঞানী কালীপদ পাহান। করোনাকালে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দু' লক্ষ টাকা সাহায্য করলেন পশ্চিম মেদিনীপুরের প্রবাসী বাঙালি বিজ্ঞানী কালীপদ পাহান I কালীপদ বাবুদের প্রতিষ্ঠিত মেদিনীপুর রাধাগোবিন্দ ট্রাস্টের পক্ষ থেকে প্রথম দফায় দেড় লক্ষ টাকা ও পরে ব্যক্তিগতভাবে ওই তহবিলে আরও ৫০ হাজার টাকা অনুদান পাঠিয়ে মানবিকতার নিদর্শন রাখলেন এই প্রবাসী বাঙালি বিজ্ঞানী I কালিপদ বাবুর পৈত্রিক ভিটে খড়্গপুর গ্রামীণের বসন্তপুরে। কর্মসূত্রে তিনি আমেরিকার শিকাগোর রাস ইউনিভার্সিটির বিখ্যাত নিউরো বিজ্ঞানী I করোনা রোগের প্রতিষেধক হিসাবে নাকের ড্রপ আবিষ্কার এর ক্ষেত্রেও অধ্যাপক পাহানের অগ্রণী ভূমিকা ছিল।২০১৮ সালে গড়ে ওঠা এই রাধাগোবিন্দ ট্রাস্ট এই অতিমারীর সময় মেদিনীপুরের জনজাতির দুঃস্থ মানুষদের পাশাপাশি অন্যান্য অংশের দু:স্থ- অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেI শহরের উপকণ্ঠে অবস্থিত কাঁসাই নদীর তীরে গান্ধীঘাটে এই বাঙালি বিজ্ঞানীদের সংস্থার ইসকন মন্দির নির্মাণের কাজ তারা শীঘ্রই শুরু করবে বলে জানিয়েছেন সংস্থার সদস্য গৌরীশংকর মাইতি, নবীন ঘোষ, অনুপ ঘোষ, সুধীর পালেরা I ট্রাস্ট এর অন্যতম কর্মকর্তা বাঙালি বিজ্ঞানীর সুযোগ্য ছাত্র বর্তমানে মেদিনীপুর সিটি কলেজের অধ্যক্ষ সুদীপ্ত চক্রবর্তীর কথায় "রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষদের পাশে দাঁড়াতেই আমরা পশ্চিমবঙ্গ সরকারের ত্রাণ তহবিলে এই অনুদান তুলে দিয়েছি I আগামী দিনেও এভাবেই রাজ্য ও জেলার মানুষদের পাশে থেকে সেবা করতে চাই"I