Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#দৈনিক_সেরা_কলম_সম্মাননা #বিভাগ_কবিতা #শিরোনাম_নীলকণ্ঠ#কলমে_সোমা_কোলে#তারিখ_২৫_০৬_২০২১
মনের খবর কে বা রাখেগতর শুধুই যন্ত্র অমৃত ছেঁচে যে হলাহলশরীরে ধারণ নীলকণ্ঠ। 
"সভ্য" সমাজে বড়োই বেমানান ওরা ভীষণ ব্রাত্য তবু রাত গভীরে …

 


#দৈনিক_সেরা_কলম_সম্মাননা 

#বিভাগ_কবিতা 

#শিরোনাম_নীলকণ্ঠ

#কলমে_সোমা_কোলে

#তারিখ_২৫_০৬_২০২১


মনের খবর কে বা রাখে

গতর শুধুই যন্ত্র 

অমৃত ছেঁচে যে হলাহল

শরীরে ধারণ নীলকণ্ঠ। 


"সভ্য" সমাজে বড়োই বেমানান 

ওরা ভীষণ ব্রাত্য 

তবু রাত গভীরে খুবলে শরীর 

আশ মেটায় কামার্ত। 


ভালোবাসা'হীন শরীর বেচে

খিদের মুখে অন্ন

নরকের কীট তকমা জোটে

জোটে কি সম্মান সামান্যও!!


দিনের আলোয় ভদ্রলোক সব

রাত গভীরে নগ্ন

ললাট লিখনে ঘৃণা, ধিক্কার 

বিধাতা কোথায় মগ্ন। 


নারী বাঁচায় নারী শরীর 

কেউ কি তা মানে

"নষ্টা" শব্দ কি অবলীলায়

তবুও সমাজ বাঁচায় প্রতিদানে। 


আর কবে খুলবে যে চোখ

কবে যে আধুনিক 

পেটের তাগিদে এটাও পেশা

খুলে যাক মুক্ত দিক।।