Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বন্যা কবলিত ঘাটালে সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ

...


. নিজস্ব সংবাদদাতা,ঘাটাল.......মেদিনীপুর শহর থেকে রবিবার সকালে রওয়গনা দিয়ে ঘাটালের বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো মেদিনীপুরের সংকল্প ফাউন্ডেশন। এদিন ত্রাণ বিতরণ করা হয় দাসপুর ২ ব্লকের চাঁইপাট তেঁতুলতলাতে এবং ঘাটাল সদরের…

 

...




. নিজস্ব সংবাদদাতা,ঘাটাল.......

মেদিনীপুর শহর থেকে রবিবার সকালে রওয়গনা দিয়ে ঘাটালের বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ করলো মেদিনীপুরের সংকল্প ফাউন্ডেশন। এদিন ত্রাণ বিতরণ করা হয় দাসপুর ২ ব্লকের চাঁইপাট তেঁতুলতলাতে এবং ঘাটাল সদরের মুচিপাড়া এলাকায়। যাত্রার সূচনা লগ্নে সংকল্প ফাউন্ডেশনের ডিরেক্টর ডঃ শান্তনু পাণ্ডা পুষ্পস্তবক দিয়ে প্রধান উপদেষ্টা গোপাল সাহা ও সম্পাদিকা পারমিতা সাউকে সংবর্ধিত করেন।প্রথমে সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ দেওয়া হয় ঘাটাল সদর এলাকার মুচিপাড়াতে। সেই কাজ চলে বেলা ২ টো পর্যন্ত। এখানে ত্রান তুলে দেওয়া হয় ১০০ টি পরিবারের হাতে। উপস্থিত ছিলেন ঘটালের বিশিষ্ট সমাজসেবী দিলীপ মাঝি, সমাজসেবী শান্তি কর্মকার ও সুদীপ মন্ডল প্রমুখ। দিলীপ বাবু সংকল্প ফাউন্ডেশনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বেলা আড়াইটা নাগাদ সংকল্প ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত হন দাসপুর ২ ব্লকের তেঁতুলতলা গ্রামে। এখানে ত্রাণ তুলে দেওয়া হয় ১৫০ টি পরিবারের হাতে। এখানার উপস্থিত ছিলেন এলাকার সমাজসেবী আশীষ হুতাইত, অনিরুদ্ধ আলম। উনারা প্রত্যেকে এই কাজের প্রশংসা করেন এবং সংগঠনের শ্রীবৃদ্ধি কামনা করেন।ত্রাণ সামগ্রী হিসেবে পরিবার গুলির হাতে তুলে দেওয়া হয় ছিল আলু, পেঁয়াজ , মুড়ি চানাচুর,চিড়ে , চিনি,বিস্কুট , সুজি, সয়াবিন, লবণ, চা, আমূল দুধ,মাস্ক, শাড়ি, লুঙ্গী গামছা ইত্যাদি।

সংকল্প ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা গোপাল সাহা, সম্পাদিকা পারমিতা সাউ, প্রতিষ্ঠাতা পিন্টু সাউ। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাকেশ দাস, ডঃ বিদ্যুৎ ভট্টাচার্য, রত্না দে, প্রতিমা রানা, নিলঞ্জ্না সাউ, সোমা দাস, সোভন রানা, অপর্না দাস, সঞ্জয় মণ্ডল প্রমুখ। এছাড়া ত্রাণকার্যে সহযোগী হিসাবে উপস্থিতি ছিলেন সমাজ কর্মী বিজয় দাস ও দেবাশীষ দে।এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সংকল্প ফাউন্ডেশনের সদস্য নরোত্তম দে, অনীশ সাউ, মুক্তি গিরি, প্রসঞ্জিৎ দাস ও রোহন গিরি, সমীরণ দে, মণ্টু সাউ প্রমুখ।এই কর্মসূচি রূপায়ণে যাঁরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ,সম্পাদিকা পারমিতা সাউ তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।