Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবীন্দ্র নৃত্য গীতিনাট্যতে নায়িকারা..

লেখক পরিচিতি - লেখিকা সুপর্ণা ভট্টাচার্য পেশায় শিক্ষিকা হলে ও সমাজের দায়বদ্ধতা থেকে প্রকৃত সমাজসেবী হিসেবেই পরিচিত। স্নাতক করেছেন প্রেসিডেন্সি কলেজ থেকে। স্নাতকোত্তর করেছেন যাদবপুর থেকে। ইগনু থেকে ইংরেজি এবং সোসাল স্টাডি নিয়ে…

 


লেখক পরিচিতি - লেখিকা সুপর্ণা ভট্টাচার্য পেশায় শিক্ষিকা হলে ও সমাজের দায়বদ্ধতা থেকে প্রকৃত সমাজসেবী হিসেবেই পরিচিত। স্নাতক করেছেন প্রেসিডেন্সি কলেজ থেকে। স্নাতকোত্তর করেছেন যাদবপুর থেকে। ইগনু থেকে ইংরেজি এবং সোসাল স্টাডি নিয়ে ফাস্ট ক্লাস পেয়েছেন। অন্য দিকে সাহিত্যের প্রতি বিশেষ অনুরাগ। এছাড়াও বিভিন্ন ঘরানায় নৃত্যে পারদর্শী। যোগ্য কোরিওগ্রাফার। একজন ভালো মনের মানুষ, মানুষের কাজ করে মানুষের সঙ্গে থাকতে ভালোবাসেন।)


রবীন্দ্র নৃত্য গীতি নাট্য তে নায়িকা রা....

সুপর্ণা ভট্টাচাৰ্য

পর্ব 1.

সৌন্দর্যের ভেতর দিয়ে সত্য প্রেমের সাধনা রবীন্দ্র কাব্য র ইতিহাস... সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর.. সীমা অসীম.. ভূমি থেকে আকাশ.. দেহ থেকে দেহাতীত অনন্তের সন্ধান ই রবীন্দ্র কাব্য র স্বরূপ... প্রেমের উত্তরণেই সাফল্য...

            মায়ার খেলা... কড়ি ওই কো মলের যৌবন সৌন্দর্য মানসীর মানস সুন্দরীর জন্য অন্যেষণ এই দুইয়ের মিলন মায়ার খেলায়... আত্ম অহংকারী যৌবন গর্বে গর্বিতা " সুখে আছি সখা আপন মনে " বা " ওলো রেখে দে মিছে কথা ভালোবাসা. " কুমারের ডাকে প্রমোদা " কে ডাকে আমি কভু ফিরে নাহি চাই " বা অশোকের প্রেম নিবেদন কে হেলায় " জানিনে প্রেমের ধারা ভয়ে প্রাণ হয় সারা " প্রমোদার এই সুখের লাগি চাহি প্রেম.... কিন্তু সে অমরকে পাওয়ার জন্য ব্যাকুল... আরেক নায়িকা শান্তা সম্পূর্ণ বিপরীত... " তুমি যাতে সুখী হও তাই কোরো সখা "শান্ত পবিত্র নির্মল শান্তা তাই হয় অমরের অনুরাগিণী..." তোমারে পেয়েছি হৃদয় মাঝে আরও কিছু নাহি চাহি গো " এই অতিন্দ্রিয় ত্যাগী প্রেম ই সম্মানিত হয়...🙏🙏🙏🙏

           ( ক্রমশ )

রবীন্দ্র নৃত্য গীতিনাট্য তে নায়িকারা..

সুপর্ণা ভট্টাচাৰ্য

পর্ব 2.

শাপমোচন এর নায়িকা রানী সুদর্শনা রূপবতী.. কুৎসিতের প্রতি ঘৃণা.. তাই স্বামী কে প্রত্যাখ্যান.. রাজা র ডাক " রূপে তোমায় ভোলাবোনা ভালোবাসায় ভোলাবো" সেই তত্ত্বে বিশ্বাসী হয়না.. কি নিষ্ঠুর বঞ্চনা বলে ছুটে চলে যাওয়া রানী র একদিন মনোমাঝে বাজে বাঁশরী... স্বামীর মুখের দিকে প্রদীপ দিয়ে বলে " আজ আর ভয় পাবোনা... বড় বিস্ময় লাগে ".. রূপজ প্রেম এক নৈস্বর্গীকতা লাভ করে... সেখানেই সার্থক প্রেম...

          শ্যামা এ শ্যামা বজ্রসেন কে পাওয়ার জন্য বালক উত্তীয় কে ব্যবহার করে... আজকের দিনে যাকে infatuation বলা হয় বয়সে বেশী নারীর প্রতি আকর্ষণ.... উত্তীয় র এই দুর্বলতা র সুযোগে তাকে মৃত্যুদণ্ড হয়..." কাঁদিতে হবে রে পাপিষ্ঠা " বজ্রসেন এর এই অভিশাপ... শ্যামা তখন অনুতপ্ত.. কিন্তু পরিণতি যা ঘটার হয়ে গিয়েছে... অপরাধী শ্যামা র প্রেমের প্রাপ্তি হয়না...

                ( ক্রমশঃ )🙏🙏🙏🙏

রবীন্দ্র নৃত্য গীতিনাট্য তে নায়িকারা..

সুপর্ণা ভট্টাচাৰ্য

পর্ব 3.

চিত্রাঙ্গদা.. পুরুষালি ভাবে পালিত.. রূপ যৌবন চর্চায় ছিলোনা আগ্রহ.. অর্জুন কে দেখে নারীত্ব র স্বাভিমান জেগে ওঠে.. প্রত্যাখ্যাতা হয়ে হয় অপমানিত.. তাই মদনের কাছে প্রার্থনা " মোর দেহ পাক তব স্বর্গের মূল্য মর্ত্য এ অতুল্য.. কুসুম ধনু অপমানে লাঞ্ছিত তরুণ তনু. " মদনের " তাই আমি দিনু বর "...কুরূপা থেকে সুরূপা... আসলে আজকের দিনে যাকে বলে makeover... সেই সুন্দরী নারী কে দেখে অর্জুন প্রবর বলে ফেলেন " এসো এসো যে হও সে হও " " কি দাবোদাহ ".... এ কি পুরুষ শ্রেষ্ঠ ব্রহ্ম চর্য ব্রত ধারীর কি কোথা... যে হও সে হও... শুধুমাত্র শারীরিক সৌন্দর্য তে লুব্ধ... চিত্রাঙ্গদা হয় অপমানিত....." বীর তুমি বিশ্বজয়ী " তাকে "কোন ছলনা এ যে নিয়েছে আকার... ধিক " মদনের কাছে ফির আকুতি.. যেমন ছিলেন তাই হোক " লহ ফিরে লহ তোমার এই বর " কারণ অর্জুন অ দেহাতীত প্রেম এ মগন হয়েছেন খুঁজেছেন সেই নারীকে " যদি মিলে দেখা তবে তারি সাথে ছুটে যাবো আমি আর্তত্রানে " যে নারী দস্যুর দল থেকে গ্রামবাসী কে রক্ষা করতে জানে... তিনি যে নারী.. জানতে পারলেন " স্নেহবলে তিনি মাতা বাহুবলে তিনি রাজা.. জয় চিত্রাঙ্গদা বল রে "....কুরূপা সেই অসামান্য নারী কে অর্জুন গ্রহণ করেন.. এ রুপাতীত প্রেম.. যেখানে তার পরিচয় " জিডি পার্ষে রাখো মোরে সম্পদে সংকটে সম্মতি দাও যদি কঠিন ব্রতে " কত যুগ আগে কবি নারী স্বাধীনতার কথা বলেছেন.... সেদিন হলো সেই প্রেমের জয়.. কারণ তার পরিচয় তখন কেবল এক সুন্দরী ললনা নয়.. সে " আমি চিত্রাঙ্গদা... আমি রাজেন্দ্রনন্দিনী "

                ( ক্রমশঃ )🙏🙏🙏🙏


রবীন্দ্র নৃত্য গীতি নাট্য তে নায়িকারা

সুপর্ণা ভট্টাচাৰ্য

শেষ পর্ব

চণ্ডালিকা.. প্রকৃতি কখনই তার জন্ম সূত্রে পাওয়া অবমাননা লাঞ্ছনা কে মেনে নিতে পারেনা.. কিন্তু তার মায়ের মনে কোনো দন্দ্ব নেই.. তাই যখন বুদ্ধর শিষ্য আনন্দ তার হাতে জলপান করে " এ নতুন জন্ম আমার " সারাজীবন লাঞ্চনার প্রতিবাদ করে কারণ আনন্দ বলেছেন " যে মানব আমি সেই মানবী তুমি "... সেই পরপুরুষের প্রতি এক ব্যাকুল প্রেমে পাগল.. মা এর বশীকরণ মন্ত্রে তাকে নিয়ে আসতে বলে.. মা ভীত.." কি কথা বলিস তুই... স্বপ্নে কি ভর করেছে " মেয়ের প্রেমের এই আর্তি চণ্ডাল মায়ের সাধারণ বুদ্ধিতে আসেনা... " পর তুই নিষ্ঠুর মন্ত্র " মাটিতে আনে আনন্দ কে... এতো রূপজো স্থূল প্রেম সাময়িক ছলনা ... আনন্দ র মতন মহা পুরুষ কে এভাবে পেতে চাওয়া.... লজ্জায় ঘৃনায় চণ্ডালিকা নিজের এই ছেলেমানুষি হয় জর্জরিত... " ক্ষমা করো আমায়.. ধুলিতে নামিয়েছি তোমারে... ক্ষমা করো জয় হোক তোমার জয় হোক " প্রেমের অতীন্দ্রিয়তা কে অনুভব করে.. তখন সেই পরম প্রেমের স্বার্থকতা... বুদ্ধর পায়ে মাথা ঠেকায়.. মুন্ডিত মস্তকে ধর্ম গ্রহণ করে... সকলের সঙ্গে বলে ওঠে " ধর্ময়ং শরণম গোছছামি "...

          রাধা কৃষ্ণের প্রতি পরকীয়া না পরমের প্রতি প্রেম করেছেন.. তাই তা " নিকষিত হেম " কবি র বিপুল সাহিত্য ভাণ্ডারের প্রতি আমাদের ও সেই পরম প্রেম... যা অসীম যা দেহাতীত যা অধরা... তাই কবির পায়ে মাথা রেখে বলি যত টুকু বোধগম্য তা লিখে দিলাম... জিডি কিছু ত্রুটি হয় তো..... " ক্ষমা করো.. জয় হোক তোমার জয় হোক.. হে বিচিত্র আনন্দ হে কবি.. "

         🙏🙏🙏( সমাপ্ত )