Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা: তোমাকে প্রিয়তমাকলমে: বিমান বিশ্বাসতারিখ:২১_০৬_২০২১
ভেবেছিলাম আমি,আমাদের ভাবনা গুলো মেলাবো মনের স্পর্শে আর লেখনীর আঁচড়ে।মেলাবো আমি পরস্পরকে বিশ্বাসে জড়িয়ে,অনুভূতির মন পাখি মেলে দেবোমেলে দেবো নিসর্গ স্নেহ ভালোবাসায়।
কিন্ত…

 


কবিতা: তোমাকে প্রিয়তমা

কলমে: বিমান বিশ্বাস

তারিখ:২১_০৬_২০২১


ভেবেছিলাম আমি,

আমাদের ভাবনা গুলো মেলাবো 

মনের স্পর্শে আর লেখনীর আঁচড়ে।

মেলাবো আমি পরস্পরকে বিশ্বাসে জড়িয়ে,

অনুভূতির মন পাখি মেলে দেবো

মেলে দেবো নিসর্গ স্নেহ ভালোবাসায়।


কিন্তু আজ ব‍্যর্থ হলো সবই

নেমে এলো অসৌজন্যতার কুয়াশা, হেরে গিয়ে হিংস্র মনোবৃত্তির সুপ্ত বাসনা।


সেই কোন শরতে  তোমার সাথে আমার পরিচয়,

সময়ের হাত ধরে শিখতে চেয়েছিলাম তোমার থেকে 

তোমার থেকে না জানা নকশিকাঁথা বোনার রকমারি অকপট স্বীকারোক্তি।


কিন্তু সূর্যাস্তের বিকেলে ছেয়ে গেলো,

ছেঁয়ে গেলো আমার ভালোবাসার বসতি।

এক গুচ্ছ মেঘ কণা তৃষ্ণাকে করলো হরণ!


শুনি আজ নিদারুণ কষ্টের কতই না রকমারি সাজ,

ইচ্ছে গুলোকে খচ্ খচ্ করে বিঁধছে মানুষ রূপী কিছু অক্টোপাস।


তাই আজ খুলে দিলাম সব বাঁধন,

স্বপ্নের শবদেহ নিয়ে ফিরে এলাম আপন ঘরে।


ফিরবো না কোনো দিন আমি,

লালসা ভোগী অস্পৃশ্য মানসিকতার কাছে।

ভুলবোই আমি সব স্মৃতি,শোক।

নতুন করে অঘ্রাণের সোনালী রঙের ছটায় আলোড়িত করবো, আমার 

স্বপ্নের কতকথা।


Copyright © All rights reserved to Biman Biswas