Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মানুষের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন "অপরাজেয়"

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর........করোনা আবহে লকডাউন চলাকালীন সময়ে সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজেয়। বিগত কয়েকদিন ধরে সংগঠনের উদ্যোগে বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হলো সমাজসেবা মূলক কর্মসূচি।এই …

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর........করোনা আবহে লকডাউন চলাকালীন সময়ে সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো স্বেচ্ছাসেবী সংগঠন অপরাজেয়। বিগত কয়েকদিন ধরে সংগঠনের উদ্যোগে বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত হলো সমাজসেবা মূলক কর্মসূচি।এই কদিনে সংস্থার পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের কলাগ্রাম ১১ নং গ্রাম পঞ্চায়েতের মাজুরহাটি গ্রামে সংগঠণের অন্যতম সদস্য সেক সাব্বির হোসেনের নেতৃত্বে এবং সংস্থার সকলের সহযোগিতায় ওই এলাকায় প্রায় তিনশত দুঃস্থ পরিবারের হাতে মাস্ক, স্যানিটাইজার, সাবান, বই, খাতা, পেন্সিল, কলম, ইরেজার, তুলে দেওয়া হয়।


পরের দিন ওই পঞ্চায়েত এলাকার অন্তর্গত ঘনোগেরিয়া গ্রামে আমাদের দু'শো দুঃস্থ পরিবারের হাতে মাস্ক, স্যানিটাইজার, সাবান, বই, খাতা, পেন্সিল, কলম, ইরেজার, তুলে দেওয়া হয়।এর আগে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরি-১ গ্রাম পঞ্চায়েতের সাতগেড়্যা ও সাঁকোটি গ্রামেও একই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি গুলি সুষ্ঠু ভাবে রূপায়ণে সহযোগিতা করা সমস্ত সদস্য-সদস্যা, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন এলাকার সহযোগী গ্রামবাসীদের সংগঠনের পরিচালকদের পক্ষে চিত্ততোষ পইড়া ও কাঞ্চন ঘড়া অভিনন্দন জানিয়েছেন।