Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কিছু কবিতার সঙ্গে - লেখক শ্যামল ভঞ্জ

পেশায় ডাক্তার , কিন্তু অবসরে ছোট গল্প, কবিতা লিখতে ভালোবাসেন। বিভিন্ন বিষয়ের উপর বই পড়া একপ্রকার নেশা। এমন একজন সাহিত্য অনুরাগী, সঙ্গীত জগতে ও পারদর্শী। ছোট থেকেই বিভিন্ন ঘরানায় সঙ্গীত চর্চা করেছেন। আজ তাঁরই কিছু কবিতা আমাদের…

 


পেশায় ডাক্তার , কিন্তু অবসরে ছোট গল্প, কবিতা লিখতে ভালোবাসেন। বিভিন্ন বিষয়ের উপর বই পড়া একপ্রকার নেশা। এমন একজন সাহিত্য অনুরাগী, সঙ্গীত জগতে ও পারদর্শী। ছোট থেকেই বিভিন্ন ঘরানায় সঙ্গীত চর্চা করেছেন। আজ তাঁরই কিছু কবিতা আমাদের পাতায়।)

কিছু টুকরো কথা

***************

দিন টা তখন ভালো ছিলো

 যখন ছিলাম ছোটো, 

মায়ের কাছে বায়না ধরি

  কিনতে মেলায় ফটো।

দিন টা আরো ভালো ছিলো

  যখন দুপুর রোদে

অনিল দাদু বাগান ছেড়ে

 ঘুরছে কি না ছাদে।

দিন টা আরো লাগতো ভালো

  বর্ষা আসলে বিকালে

বল টা নিয়ে পাড়ার ছেলে

  থাকতাম সবার নাগালে।

দিন টা অনেক ছিলো ভালো

   যখন যেতাম স্কুলে

কলা পাতা মাথায় দিতে

  বৃষ্টি যেতাম ভুলে।

ছোট্ট বেলা আসবে না আর

  জানতাম যদি কুলে

ছোটো বেলায় থেকে যেতাম

  আসতাম না আর ভুলে।

              শ্যামল কুমার।

🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

বাপ টা তো গেলো মরে

    মা টা রোগে ক্ষুদা য় ভুকে

বাচ্চা থেকে কাজে এলাম

     ছিলাম মনের দুঃখে।

 বাবুর বাড়ী ফুলের কাজ

      কিংবা বিয়ের বাড়ী

আজ আমরা পরিচয়ই

   নেইকো মোদের গাড়ী।

পাইনা খেতে দুটো ভাত

কিংবা পোড়া রুটি

কেউ দিচ্ছে ঝাঁটা র বাড়ী

 কেউ মারছে চটি।

পাথর চেটে মিট তো যদি

 ক্ষিদে মেটার জ্বালা

রাস্তা তে কি দাঁড়াতাম ভাই

 হাতে নিয়ে থালা ?

                 শ্যামল কুমার

🌹🌹🌹🌹🌹🌹🌹

নিজের বউ টা কাঁসা পিতল

 অন্যের বউ সোনা,

নিজের হাঁচি ঠাণ্ডা লেগে

 অন্যের টা করোনা।

নিজের বেটা বারে বসে

 ইস্কুলে দেয় ফাঁকি

অন্যের টা টুকলি করে

সেটাই বলে হাঁকি।

নিজের বেলায় খুবই সাধু

 পরের বেলায় চোর

নিজেই পড়ি ড্রেনের নিচে

  অপর গাঁজা ক্ষোর ।

 পরের দেখে ঈর্ষা করি

নিজেই সাধু সাজি

চারটে আঙ্গুল আমার দিকে

  এক দেখালে পাজি।

           শ্যামল কুমার।

পরিচয়ই শ্রমিক মোরা 

   মোদের তুমি মেরোনা,

ক্ষিদে পেটে রাস্তা হেঁটে

     কি যে করবে করোনা।

ছিলাম মোরা দূর দেশেতে

   অনেক মানুষ এক ঘরে,

রাস্তা তে বের হবার পরে

  পুলিশ মারছে ধরে ধরে।

দেশ জুড়ে করোনা ভয়

 পুলিশ এর ভয় রাস্থায় ,

হাতে ধরে ছোটো শিশু 

 বাকি মাথার বস্থায় ।

মরবো কিসে বলতে পারো

   ক্ষিদে তে না করোনা ,

পা ধরে আজ বলছি মোরা

   আর ধরে কেউ মেরোনা ।

বুড়ো বাপ টা পড়ে আছে 

    মা গেছে আজ রেশনে,

যদি কিছু জুটে খাবে

 রান্না করে এক সনে ।

 পথ পানে অন্ধ মা টা 

 চোখ টা তার আর সরে না, 

করুন সুরে বলছি মোরা 

 আর মোদের কেউ মেরোনা।

                 শ্যামল কুমার।

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

কথা রাখেনি কেউ 

জিতলে আমি ভরিয়ে দেবো

নানান শিল্পের ঢেউ।

 তোমরা আমার মাসী পিসি

তোমরা দাদা ভাই

দুঃখ সবার ঘুচিয়ে দেবো

যদি মন্ত্রী হই।

কথা রাখেনি কেউ

তোমায় আমি ভরিয়ে দেবো

সোনা রুপোর ঢেউ।

তুমি আমি চন্দ্র মুখী 

তুমি চুনি পান্না

এসব কথা প্রেমের শুরু 

পরে জুটে কান্না ।

             শ্যামল কুমার ।

🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️