Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতা।বিভাগ - গদ্য কবিতা।শিরোনাম - অনুবাদ।কবি - অরিজিতা ঘোষ।তারিখ - ১৮.০৬.২০২১.
ডিকশনারি এমন একটি বই যাতে সব শব্দেরই ব্যাখ্যা আছে।যে কোনো ভাষার যে কোনো শব্দের অনুবাদ মেলে এই অনুবাদ গ্রন্থে।কিন্তু সব শব্দের অনুবাদ…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা।

বিভাগ - গদ্য কবিতা।

শিরোনাম - অনুবাদ।

কবি - অরিজিতা ঘোষ।

তারিখ - ১৮.০৬.২০২১.


ডিকশনারি এমন একটি বই যাতে সব শব্দেরই ব্যাখ্যা আছে।

যে কোনো ভাষার যে কোনো শব্দের অনুবাদ মেলে এই অনুবাদ গ্রন্থে।

কিন্তু সব শব্দের অনুবাদ কি অপ্রাসঙ্গিক।

নাকি কিছু শব্দের অনুবাদ ব্যাখ্যা করা যায় না শব্দের ভাষায়।।

চলতি পথের অগণিত শব্দের একটা চিত্র পাই আমরা এই গ্রন্থে।

কিন্তু সেই চিত্র বাস্তব চিত্র থেকে অনেকটাই পৃথক।

যেমন - ফ্রেন্ড অর্থাৎ বন্ধু বা ফ্রেন্ডশিপ অর্থাৎ বন্ধুত্ব।

কিন্তু এটাই কি সঠিক নাকি সঠিক কে ঢাকা কোনো একটি শব্দের মোড়কে।।

অগণিত শব্দের ভিড়ে আজ জীবনটা বড়ই জটিল।

শিক্ষার আঙ্গিনায় শব্দগুলোর ব্যাখ্যা বইয়ের যুক্তিতে সঠিক।

কিন্তু বাস্তবতা আজ ভিন্ন,বাস্তবতা সেই একই শব্দকে আজ রূপ দিয়েছে নিজের মত করে।

পড়িয়েছে তাকে মুখোশ,দিয়েছে তাকে অন্য ইঙ্গিত।।

তাই আজ পড়তে বসলে শব্দের ব্যাখ্যা খুঁজি না বই থেকে,বরং তার রূপটা চিনি বই থেকে।

বাকি টা বাস্তবিকতা বুঝিয়ে দেয় সেই শব্দের যথার্থ মানে।।

আজ বই হয়েছে মোটা,পৃষ্ঠার সংখ্যায় হয়েছে আরো নতুন শব্দের আগমন।

নতুন শব্দের ব্যাখ্যায় পুরানো শব্দের রং যাচ্ছে বদলে।

যেন রামধনু,রং আছে একই শুধু তার দৃশ্যতা যাচ্ছে পাল্টে।।

এ এক অদ্ভুত যুগ,যে যুগে সবাই খেলছে শব্দের খেলা।

কেউ চালাচ্ছে শব্দের তরবারি,আবার কেউ পাতছে শব্দের জাল।।

--------------*-------------