Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম : বাবাকলমে : মেহেদী হাসানতারিখ : ২০:০৬:২১
মধ্য রাতে তারার মাঝে রোজ হেঁটে যাইখুঁজে খুঁজে ক্লান্ত আমি বাবা কোথাও নাই।
মিথ্যে কথার সেরা তুমিআস্থায় মাখা হাসিকেন তবে বলিনি কখনওবাবা তোমায় ভালবাসি।
তুমি হয়ত রাজা…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

শিরোনাম : বাবা

কলমে : মেহেদী হাসান

তারিখ : ২০:০৬:২১


মধ্য রাতে তারার মাঝে 

রোজ হেঁটে যাই

খুঁজে খুঁজে ক্লান্ত আমি 

বাবা কোথাও নাই।


মিথ্যে কথার সেরা তুমি

আস্থায় মাখা হাসি

কেন তবে বলিনি কখনও

বাবা তোমায় ভালবাসি।


তুমি হয়ত রাজা ছিলেনা 

আমি কিন্তু রাজকুমার 

তোমার বুকেই প্রাসাদ ছিল

মুকুট ও তুমি আমার।


হারালে তোমায় খুঁজে নেব

দুর তারাদের পাশে

দুঃখ পেলেই খুঁজি তোমায়

শান্তি পাবার আশে।


কবর দেশের ছোট ঘরে 

আছো কি তুমি ভাল?

খোদা নিশ্চয়ই জ্বালিয়ে রাখে

তাহার নুরের আলো।


বাবার বুকের পাঁজর জুড়ে

সন্তানের বসবাস

বাবা হয়ে বুঝেছি আজ

দায়িত্বের কারাবাস।


ভাল থেকো বাবা তুমি 

ছোট্ট মাটির ঘরে

তোমার কাছে আসব যেদিন

ঠেলবে সবাই দুরে।