#নীল_উপত্যকা
( #মহিন )
স্বেচ্ছাসেবী এক গাঢ় নীল অন্ধকারে ঢোক গিলতে থাকা আমার স্বেচ্ছাচারিতা ,
বিষাক্ত নখের আঁচড়ে পাশবিক আলাপচারিতা ,
শরীরময় নিয়মিত দুর্গন্ধ মেখেই চলেছি , নিজের বিষাক্ত ছোবলে , আজ নিজেই সেজেছি নীল ,
নীল উপত্যকায় , ম…
#নীল_উপত্যকা
( #মহিন )
স্বেচ্ছাসেবী এক গাঢ় নীল অন্ধকারে
ঢোক গিলতে থাকা আমার স্বেচ্ছাচারিতা ,
বিষাক্ত নখের আঁচড়ে পাশবিক আলাপচারিতা ,
শরীরময় নিয়মিত দুর্গন্ধ মেখেই চলেছি ,
নিজের বিষাক্ত ছোবলে ,
আজ নিজেই সেজেছি নীল ,
নীল উপত্যকায় ,
মৃত্যুও যন্ত্রনায় কাতরায় ,
দাবানল মুখে , নীল যন্ত্রনায় সুখে ,
মৃত্যুর নীল উপত্যকায় ,
কারা যেন মুক্তির আবেদন পায় ,
আমিও হিসাব লিখে রাখি , শাষকের নীল দরজায় ,
কিছুটা পায়ে হাঁটা পথ ,
লিখেছে নীল রঙেতে শপথ ,
নীল উপত্যকায় ,
অগনিত লাশের বায়োডাটায় ,
মৃত্যুও নীল রঙে সনাক্ত হয় ,