ভুলটা সেখানেই প্রদীপ সেন আগরতলা, ২৪/০৬/২১
হয়তো জমিচাষে আন্তরিকতা ছিল, মানছিহয়তোবা বীজবোনাও ত্রুটিমুক্ত ছিল, কিন্তু এখানেই কর্তব্য শেষ, কে বললো?আগাছা দমন, চারাগাছ পরিচর্যা, পরিণত ফুলের পরাগমিলন? আমি নিশ্চিত, ভুলটা সেখা…
ভুলটা সেখানেই
প্রদীপ সেন
আগরতলা, ২৪/০৬/২১
হয়তো জমিচাষে আন্তরিকতা ছিল, মানছি
হয়তোবা বীজবোনাও ত্রুটিমুক্ত ছিল,
কিন্তু এখানেই কর্তব্য শেষ, কে বললো?
আগাছা দমন, চারাগাছ পরিচর্যা,
পরিণত ফুলের পরাগমিলন?
আমি নিশ্চিত, ভুলটা সেখানেই।
ওই যে পথিক হাঁটছে পথ তো হাঁটছেই
কখনও দেখেনি ভেবে পথটা কী ঠিক?
যেতে যেতে কত পাঁক, পথের বিচ্যুতি
গন্তব্য অধরা তাই বিভ্রান্ত পথিক।
আগে পথ নির্বাচন, তারপরই তো পথ চলা,
আমি নিশ্চিত, ভুলটা সেখানেই।
পুজোর সংকল্প নিয়ে প্রতিমা গড়া
সঠিক মূর্তি নির্বাচন, অমোঘ মন্ত্রপাঠ
অর্ঘ্য অঞ্জলি, পূজারীর নিবেদন
তারপর ভক্তের হাতে ওঠে পূজার প্রসাদ-
অথচ প্রার্থিত আশীর্বাদ অধরাই থাকে
আমি নিশ্চিত, ভুলটা সে পূজাতেই।