Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন #শিরোনাম_আষাঢ়স্য_প্রথম_দিবস#কলমে_শান্তি_দাস#তারিখ_১৮_০৬_২০২১ইং
আষাঢ়স্য প্রথম দিবসে বর্ষার আগমন ঘটে, বর্ষা তুমি এসেছে শুরু হবে বৃষ্টির ধারা। আষাঢ় শ্রাবনে আসে তো বর্ষা মৌসুম অনুসারে, বৃষ্টি বৃষ্টি একি অপরূপ স…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

#শিরোনাম_আষাঢ়স্য_প্রথম_দিবস

#কলমে_শান্তি_দাস

#তারিখ_১৮_০৬_২০২১ইং


আষাঢ়স্য প্রথম দিবসে বর্ষার আগমন ঘটে, 

বর্ষা তুমি এসেছে শুরু হবে বৃষ্টির ধারা। 

আষাঢ় শ্রাবনে আসে তো বর্ষা মৌসুম অনুসারে, 

বৃষ্টি বৃষ্টি একি অপরূপ সৃষ্টি তোমার। 


গ্রীষ্মের তাপদাহে,গরমে হাঁসফাঁস 

বর্ষাতে তোমাকেই চায়, 

আষাঢ়স্য প্রথমে থাকে অম্বুবাচী তখন পড়ে ঝিরঝির বৃষ্টি। 

তারপর আসে রথের মেলা তাতে ও ঝরে বৃষ্টি, 

কি অপরূপ রূপ আকাশে কালো মেঘের ঘটা। 


বর্ষা বর্ষা  বর্ষা চলছে আকাশে মেঘের খেলা, 

কখনো ঝর্ণাধারা মতো কখনো ঝিরঝির বৃষ্টি । 

এই আষাঢ়স্য প্রথমে বর্ষার বৃষ্টিতে আমন ধানের বীজ বুনে, 

বর্ষার জল যখন মাঠে থৈ থৈ জল চাষীদের আনন্দ। 


চাষীরা আনন্দে মাঠে চাষ করে আমন ধান করবে রোপন, 

কি আনন্দ ফসল আসবে ঘরে কৃষকের মনে হাসির জোয়ার। 

আষাঢ় মাসের বর্ষার শুরুতে আকাশে চলছে মেঘের খেলা, 

রিমঝিম বৃষ্টি মুখর দিনে যেন সবার মন খুশি।


গ্রীষ্মের পর যখন বর্ষার আগমন গরমে কিছুটা স্বস্তি। 

আষাঢ়স্য প্রথমে চারিদিকে ফুলে ফহলে থল