Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক সেরা সম্মাননা পর্ববিভাগ-গদ‍্য কবিতাশিরোনাম-বিজয়ীকলমে-সুতপা ব‍্যানার্জী(রায়)তারিখ-৩/৬/২১
ঝড়টা শেষ পর্যন্ত উঠেই গেল,সুন্দর নামের আড়ালে বিধ্বংসী রূপ,সামলাতে পারল কোথায় গোপালের বাপ,গাই গরুটাও নিখোঁজ, বেঁচে আছে কী না?মনে মনে বিড়ব…

 


দৈনিক সেরা সম্মাননা পর্ব

বিভাগ-গদ‍্য কবিতা

শিরোনাম-বিজয়ী

কলমে-সুতপা ব‍্যানার্জী(রায়)

তারিখ-৩/৬/২১


ঝড়টা শেষ পর্যন্ত উঠেই গেল,

সুন্দর নামের আড়ালে বিধ্বংসী রূপ,

সামলাতে পারল কোথায় গোপালের বাপ,

গাই গরুটাও নিখোঁজ, বেঁচে আছে কী না?

মনে মনে বিড়বিড় করে গোপালের বাপ,

ছেলেপুলেগুলো বেঁচেছে এই ঢের,

থালা-বাসন,ঘটি-বাটি সব উধাও,

ক্ষেতের জমি নুনে ভরেছে,

মহাজনের সুদ, চিন্তায় তামাটে রঙ

আরো গাঢ় হয়েছে, দৃষ্টি বিবর্ণ।


ঐ দূরে ভেলায় ভেসে গোপাল আসে,

হাতে প‍্যাকেট ভর্তি খাবার,

হাঁক পাড়ে-"ও বাপ, মা...টুকুন, কুসুম,

আয় সব খাতি হবে, সলে আয়।"

ঝড়টা রাতারাতি গোপালকে বড় করেছে,

কদিন ওই রিলিফের চাল-ডাল-খাবার,

সব জুগিয়ে বাঁচিয়ে রেখেছে,

গোপালের বাপ হাঁ করে চেয়ে চেয়ে দেখল,

কোথা থেকে এল টিন-বাঁশ-ত্রেপল,

সংসারটা গোছাতে গোছাতে সুঠাম লাগে,

বাপের গোপালকে, দুর্যোগের ছাতা,

বদলে যাওয়া দিনে বড় নিশ্চিন্তে,

গোপালের বাপ-" অ বউ অখন বুড়া

হইবার পালা, অখন মরণেও দুখ নাই,

গুপাল সুমুদ্দুরে জয় কইর‍্যা ফ‍্যালাইছে।"