Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক সেরা সম্মাননা পর্ব
#জীবন মানে এক মুঠো রঙ
ডা.শামস রহমান ২০ জ‍্যষ্ঠ'১৪২৮;ইং ০৩/০৫২১
চিহ্নগুলো সব নিশ্চিহ্ন হয়ে যায় এক পলকের হাওয়ায়দেয়ালগুলো সব হাতড়ে দেখি,অন্ধকার আচ্ছন্ন জানালায়মেঘগুলো আসে সারি সারি,সাদা শুভ্র তুলোর ভেলায়সূর…

 


দৈনিক সেরা সম্মাননা পর্ব


#জীবন মানে এক মুঠো রঙ


ডা.শামস রহমান 

২০ জ‍্যষ্ঠ'১৪২৮;ইং ০৩/০৫২১


চিহ্নগুলো সব নিশ্চিহ্ন হয়ে যায় এক পলকের হাওয়ায়

দেয়ালগুলো সব হাতড়ে দেখি,অন্ধকার আচ্ছন্ন জানালায়

মেঘগুলো আসে সারি সারি,সাদা শুভ্র তুলোর ভেলায়

সূর্য কোথায় আড়াল হলো,খুঁজেছি কোন ফাঁকে সে লুকায়

জীবন মানে এক মুঠো রঙ আবীর ছড়ায় মনের ভেতরে

আকাশের নীল সাগর সুনীল কে যায় সৈকতে নীলাম্বরী পরে?


একটুকু ছোঁয়া কি মধুর পাওয়া,লাজরাঙা সেই কপোলে

তোমাকেই চাই যেন বারেবারে পাই,জীবন স্তব্ধ হবে তাহলে!

আকাশের চাঁদ যেন মুঠো ভরা সাধ,আর একটু প্রহর না হয় থাকলে

অরুন্ধতী বলে গেল তোমার পাশে আছি,থাকি যেন চিরকালে!

উদাস হলো মন খুঁজি যখন তখন,তবু পাইনা কেন তার দেখা

সে কেন দাঁড়িয়ে আড়াল করে,বলা হলো না মনের কথা!


সময়ের গান অসময়ে হয়না,যতই না কর তার সাধন

কোনদিন পথে দেখা হয়েছিল বন্ধু,বিদায় বলে ছিঁড়ে দিলে সে বাঁধন

আজ আমার সাধ আহ্লাদে কিইবা আসে যায় নেই কোকিলের কণ্ঠে কুহুতান

কতবার বলেছি আর একটু ভেবে দেখো,হেলায় করো না অভিমান

আজও আছে সুর পাখি ডাকে সুমধুর,আমারও নিবেদিতপ্রাণ

বন্ধু বিদায় বলোনা ক্ষণিকের তরে,করব তোমার মানভঞ্জন!


#কবিস্বত্ব_সংরক্ষিত।