Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনমধ্যবিত্তের জীবন-পাপাই দাসতারিখ- ২৬/০৬/২০২১
মধ্যবিত্তের স্বপ্ন গুলো যেনো স্বপ্নইথেকে যায়, অভাব অনটনের কাছেতাদের নিয়মিত পরাজয় মেনে নিতে হয়, স্বপ্ন আর ইচ্ছের মাঝে অর্থনৈতিকটানাপোড়েনই যেনো বড়ো হয়ে দাঁড়ায়। 
অসম্ভবক…

 


সৃষ্টি সাহিত্য যাপন

মধ্যবিত্তের জীবন

-পাপাই দাস

তারিখ- ২৬/০৬/২০২১


মধ্যবিত্তের স্বপ্ন গুলো যেনো স্বপ্নই

থেকে যায়, অভাব অনটনের কাছে

তাদের নিয়মিত পরাজয় মেনে নিতে 

হয়, স্বপ্ন আর ইচ্ছের মাঝে অর্থনৈতিক

টানাপোড়েনই যেনো বড়ো হয়ে দাঁড়ায়। 


অসম্ভবকে সম্ভব করার প্রয়াসের কাছে

সবসময়ই হার মেনে যেতে হয়। 

মধ্যবিত্ত জীবন যেনো কেড়ে নেয় সব

স্বপ্ন গুলোকে বেঁচে থাকার তাগিদায়। 


বলতে না পারা মনের কথা গুলো যত্নে 

পুষে রাখে তারা মনের আড়ালেই।

কেউ যেনো দেখতে না পারে, কত বাহানাতেই

রোজ রোজ তার জীবন পার হয়ে যায়! 

কত স্বপ্ন দুমড়ে মুচড়ে মরে যাচ্ছে মনের 

গোপনে না বলা কথায়। 

ইচ্ছেরা রোজ নিস্তব্ধতায় থেকে যায়, স্বপ্ন

গুলো তার পড়ে আছে দীর্ঘ নিঃশ্বাস জড়ানো

ক্ষীর্ণ আশায়। 

তবু মন এগিয়ে চলে প্রতিনিয়ত, স্বপ্ন গুলো 

বাঁচিয়ে রাখার সহস্র প্রয়াসে, অপূর্ণ এক 

জীবনের পথে সে যেনো এগিয়ে যেতে থাকে 

নির্দ্বিধায়। 


অর্থনৈতিক দায়ভারে তার জীবন যন্ত্রে 

পরিণত হয়ে ওঠে, একঘেয়েমি জীবনযাপন 

তাকে করে তোলে আরো বিষন্ন, এমন ভাবেই 

কেটে যায় তার জীবন! 

পরাজিত স্বপ্ন গুলো পড়ে থাকে শত 

অবহেলায় নিস্তব্ধতায় চোখে আড়ালে, 

দেখেও যেনো তারা না দেখার ভান করে যায়, 

বেঁচে থাকার আশায়, নিপুণ অভিনয়ের মাঝেই 

তাদের বেঁচে থাকতে হয়। 

  

    ____পাপাই ২৬/০৬/২০২১ ফালাকাটা