সৃষ্টি সাহিত্য যাপন।। হওড়া থেকে কলেজস্ট্রিট ।।জয়ন্ত দাস ( পলাশ )তারিখ।।২৬\০৬\২০২১
থামার সঙ্গে সঙ্গে যতো না নামেওঠে তার বেশি ।পা টা একটু সরান না দাদা কলেজের ছেলে মেয়ে একটু জোরে কথা বলা ।কাউকে ঠেলে পিছনে ফেলে মহিলা আসনের দিকে সাইজ হ…
সৃষ্টি সাহিত্য যাপন
।। হওড়া থেকে কলেজস্ট্রিট ।।
জয়ন্ত দাস ( পলাশ )
তারিখ।।২৬\০৬\২০২১
থামার সঙ্গে সঙ্গে যতো না নামে
ওঠে তার বেশি ।পা টা একটু সরান না দাদা
কলেজের ছেলে মেয়ে একটু জোরে কথা বলা ।কাউকে ঠেলে পিছনে ফেলে মহিলা আসনের দিকে সাইজ হওয়া ।
মেপে নেওয়া শরীরটা ।
মিষ্টি গন্ধ , সজোরে শব্দ করে এক দুই তিন
সেতুর চল্লিশ থাম পার ।
জামা ভরা ঘামে স্বস্তি আনে নদীর হাওয়া ।
বাঁ দিকে ট্রান নিয়ে
বড় বীছেটাকে পিছনে ফেলে ঝোলা দেহগুলো দোকানে ঊমা চরন কর্মকারের দাড়ীপাল্লা ।
নড়তে না চাওয়া প্রথাগত অভ্যাস ।
অল অউট হওয়া ঠোঁটের নড়াচড়া
" হাজার বললেও শালারা সুধরোবে না
এদের পায়ুর দুপাশে চর্বি জমেছে ।"
ঝাকুনির সাথে কোমরের কাজ
একটু সরে দাঁড়াতে পারেন না
কী হচ্ছে কী
বাইরের দেয়ালে পুরুষ অন্তবাসের বিজ্ঞাপন "এ আন্দার কি বাত ।"
হঠাৎই সামনে লোড ভ্যান
একটু আদর
মা মাসির সঙ্গে কিছু আনরিলিজ খিস্তি ।
সত্য নারায়ণ পার্ক
রোক দিজিয়ে
বহু কষ্টে বহন করা দেহগুলো নামে
অনেটা হাল্কা হয়।
প্রেমিক নিজের দেহ দিয়ে আড়াল করে প্রেমিকার দেহ লাল রঙ দিয়ে লেখা
"মাল নিজের দায়িত্ব রাখুন "
পিন আপ-এর কাপড়টা একটু সরে যাওয়া
আর চোখে দেখা
ট্রাকের পেছনে লেখা
"দেখবি আর লুচির মতো ফুলবি।"
সামনের ক্রসিং-এ চারটে ট্রাম লাইন কাটাকুটি খেলছে ।
ডান দিকে ভেসে আসে "আলহা-হু-আকবর
সারি সারি পাঞ্জাবী হাওয়াতে দোল খাচ্ছে
লুঙ্গি পরে হাতে বস্তা মেছুয়াতে ঝাঁপ
কেস খাওয়ার ভয়ে তেড়েফুঁড়ে সেন্ট্রাল
গরম তেষ্টা রাস্তার পাশে লেবুজল
সিগন্যাল সবুজ
সাদা পোশাকের হাতের ইশারা ।
"ঝুম বারাবার ঝুম শারাবি "ইংলিশ ব্যান্ডের অনুশীলন ।
গ্রেস সিনেমা
নির্মাণ রত আধুনিক বাজার
দেবশ্রীর আপ্যায়ন
ডান দিকে মেডিক্যাল কলেজ হাসপাতালে
ঘাম দিয়ে জ্বর ছাড়ল ।