Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম - সুস্থ থাকতে হলেকলমে- অরবিন্দ মাজী২৬/০৬/২০২১
ভোরের বেলা প্রাতঃভ্রমণ, যোগাসন কর নিত্য, রইবে শরীর সুস্থ সবল , ভালো থাকবে মনচিত্ত। 
যোগাসন একটি প্রাচ্যপ্রথা , রেখো সদাই মনে, যোগাসনের করো প্রচার , ঘরে ঘরে প্…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম - সুস্থ থাকতে হলে

কলমে- অরবিন্দ মাজী

২৬/০৬/২০২১


ভোরের বেলা প্রাতঃভ্রমণ, যোগাসন কর নিত্য, 

রইবে শরীর সুস্থ সবল , ভালো থাকবে মনচিত্ত। 


যোগাসন একটি প্রাচ্যপ্রথা , রেখো সদাই মনে, 

যোগাসনের করো প্রচার , ঘরে ঘরে প্রতিজনে।


এর উপকারীতা জানে কজন , জানিনা সকলে , 

সেটা জানলে হাসপাতালে, যেতো না দলে দলে। 


 ডাক্তার কবিরাজ বাদ দিয়ে, কর শুধু যোগাসন, 

অচিরেই মিলবে সুফল , সুস্থ থাকবে শরীর - মন।


যদি সম্ভবপর হয় এই প্রথাটির , প্রচার কর সবাই, 

রোগ বালাই থাকবেই দূরে- অসুস্থ হবার ভয় নাই।